২৫০ স্কুলে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন
অনলাইন ডেস্ক১৭ আগষ্ট, ২০১৭ ইং ২০:১৭ মিঃ
২৫০ স্কুলে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কাজের কথা এবং তাকে নৃশংসভাবে হত্যার কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেশব্যাপী ২৫০টি স্কুলে একটি ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের (এসআরডিএল) মাধ্যমে স্কুলগুলোতে এই ডকুমেন্টারি প্রচারের ব্যবস্থাপনায় ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর প্রতিষ্ঠান ইয়াং বাংলা।
 
মঙ্গলবার জাতীয় শোক দিবস শেষে বুধ ও বৃহস্পতিবার ২০ মিনিটের ডকুমেন্টারি দেখানো হয় প্রায় সাড়ে ৭ হাজার স্কুল শিক্ষার্থীকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষকসহ স্থানীয়রা।
 
 
২০১৮ সাল পর্যন্ত এনআরডিএল-এর মাধ্যমে দেশব্যাপী আইসিটি ট্রেনিং পরিচালনা, তত্ত্বাবধায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে আছে ইয়াং বাংলা। দেশে স্থাপিত ২০০১টি ডিজিটাল ল্যাবের মাধ্যমে ইয়াং বাংলার এই কাজ পরিচালনার জন্য সিআরআই ও আইসিটি মন্ত্রণালয়ের এক চুক্তি স্বাক্ষর হয়।
 
 
সিআরআই-এর অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর তন্ময় আহমদ জানান, বাংলাদেশের স্বাধীনতার রূপকারকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা ছিল ইয়াং বাংলার এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। কিভাবে একজন সাধারণ বালক থেকে শেখ মুজিবুর রহমান একটি জাতির স্বাধীনতার আন্দোলনের নেতা হয়েছিলেন, সেই কথা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সেই সঙ্গে নতুন প্রজন্মকে আমরা জানাতে চেয়েছি, কতটা ঘৃণ্য ভাবে জাতির পিতার অবদানকে ম্লান করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কিভাবে তাকে হত্যা করে আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল তারা।
 
ইত্তেফাক/সাব্বির

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা