জামালপুরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার
জামালপুর জেলার বন্যার পরিস্থিতি কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার দুপুরে যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সারা জেলার বন্যা কবলিত, অসহায় মানুষ রান্নার অভাবে খেতে পারচ্ছে না। তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। এখন সর্ব ক্ষেত্রেই চলছে ত্রাণের জন্য হাহাকার। কোথাও থেকে কোন লোক আসা দেখলেই ছুটে আসে বন্যা দুর্গত এলাকার মানুষ।
জেলার ৭টি উপজেলা বন্যা কবলিত হয়ে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার যমুনার পাড়ে কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, নোয়ারপাড়া, সাপধরী, ইসলামপুর সদর ইউনিয়ন এবং পৌরসভাসহ ১২টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
Comments