গন্ডারগুলো ফিরিয়ে দিন: ভারতকে নেপাল
অনলাইন ডেস্ক১৭ আগষ্ট, ২০১৭ ইং ১৪:৩৮ মিঃ
গন্ডারগুলো ফিরিয়ে দিন: ভারতকে নেপাল
সাম্প্রতিক বন্যায় নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক থেকে বেশ কিছু গন্ডার ভেসে ভারতীয় ভু-খণ্ডে চলে এসেছে। এবার সেইসব গন্ডারদের ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন নেপালের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা।
তারা জানান, সর্বশেষ জরিপ অনুযায়ী রয়্যাল চিতওয়ান পার্কে প্রায় ছশোর মতো একশৃঙ্গী গন্ডার আছে। কিন্তু গত কয়েকদিন ধরে নেপালে যে ভয়াবহ বন্যা চলছে তাতে চিতওয়ান অভয়ারণ্যের বহু গন্ডার ভিটেছাড়া হয়েছে। জলের তোড় তাদের ভাসিয়ে নিয়ে গেছে সীমান্তের অন্য পারে ভারতে। নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের একেবারে গা ঘেঁষেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভ, যেটি ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান একটি আবাসভূমি।
চিতওয়ান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বলেছেন, তাদের বেশ কিছু গন্ডার বন্যায় ভেসে গিয়ে ভারতের এই বাল্মীকি টাইগার রিজার্ভে গিয়ে ঠেকেছে বলে তারা জানতে পেরেছেন। এখন এই গন্ডারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের বন্য প্রাণী কর্মকর্তাদের কাছে অনুরোধও জানানো হয়েছে। তবে বন্যার জল আরো না কমলে গন্ডারগুলো নেপালে ফিরিয়ে দেওয়ার কাজ সহজ হবে না বলেই কর্মকর্তারা মনে করছেন। উল্লেখ্য,সারা পৃথিবীতে একমাত্র নেপাল ও ভারতেই একশৃঙ্গী বা এক শিং-ওলা গন্ডার পাওয়া যায়। ফলে এই দুই দেশের কাছেই তাদের এই গন্ডার এক গর্বের সম্পদ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা