কঙ্গোয় ভারীবর্ষণে পাহাড়ধস, নিহত ৪৯
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অ্যালবার্ট হ্রদের তীর অবস্থিত জেলেপল্লীতে পাহাড়ধসে কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভারীবর্ষণের ফলে ইতুরি প্রদেশের তোরা গ্রামে এই ভূমিধস সৃষ্টি হয়।
ইতুরি প্রদেশের ডেপুটি গভর্নর প্যাসিফিক কেটা বলেন, পাহাড়ধসে জেলেপল্লীর একটা অংশ ধ্বংস হয়ে যায়। গভর্নরের কার্যালয় জানিয়েছে, ৫ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং এখনো কয়েকশো মানুষ নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামটি অ্যালবার্ট হ্রদের পাহাড়ি এলাকায় অবস্থিত। কঙ্গো প্রজাতন্ত্র ইতিমধ্যেই মানবিক সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থার হিসেবানুযায়ী দেশটিতে প্রায় ৭৭ লাখ মানুষ অনাহারের পরিস্থিতির সম্মুখীন।
এর আগে সিয়েরা লিওনে গত সোমবার পাহাড়ধসে ৪০০ মানুষ নিহত হয়। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
Comments