Posts

নিষেধাজ্ঞা কাটিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন ইরানি নারীরা!

Image
সৌদি আরবের পর এবার ইরানি নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেল। শনিবার এশীয় ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা স্টেডিয়ামে বসেই দেখার সুযোগ পেয়েছেন কয়েকশ’ ইরানি নারী। ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নারীরা শীর্ষ পর্যায়ের কোনো ক্রীড়া প্রতিযোগিতা সরাসরি দেখতে পেলেন। ইরানের বার্তা সংস্থা ইসনা'র বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইরানের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ৩৫ বছর ধরে মাঠে বসে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। মাঠে হাজির হওয়া নারীদের বেশির ভাগই ছিলেন ফুটবলারদের আত্মীয় বা নারী ফুটবল দলের সদস্য। স্থানীয় দল পার্সপোলিশ মুখোমুখি হয় জাপানের কাশিমা অ্যান্টলারদের বিপক্ষে। খেলায় ইরানি ক্লাব পরাজিত হয়। তবে পরাজয়ে মোটেও অসন্তুষ্ট হননি তারা। কারণ তারা স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখতে পেয়েই খুশি। ১৯৮১ সালের পর নারীরা মাঠে বসে কোনো ফুটবল খেলা দেখেননি। তবে বিভিন্ন দেশের নারী সমর্থকরা কয়েকটি খেলা মাঠে বসে দেখার অনুমতি পেয়েছিলেন। এর আগে ৩০ বছরের নিষেধাজ্ঞা পেছনে ফেলে গাড়ির চালকের আসনে বসেন রক্ষণশীল সৌদি আরবের নারীরা।...

গরুর মাংস নিষিদ্ধ হলেই সুস্থ হবেন পারিকর?

Image
দীর্ঘদিন ধরেই অসুস্থ ভারতের গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। তার অসুস্থতার কারণে সব রাজনৈতিক দলই চিন্তিত। এমন পরিস্থিতিতে তার সুস্থতা কামনায় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে স্বামী চক্রপাণি মহারাজ।  অখিল ভারতীয় হিন্দু মহাসভার শীর্ষনেতার মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। চক্রপাণি মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর আরোগ্যের জন্য অবিলম্বে গোয়ায় গরুর মাংস নিষিদ্ধ করা উচিত। এতেই নাকি পারিকরের দ্রুত আরোগ্য লাভ হবে।  তার শরীরেও নাকি এর ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি চক্রপাণি মহারাজের। তার এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, গত মাসের ১৪ তারিখ এইমস থেকে ছুটি নিয়ে এখন বাড়িতে রয়েছেন পারিকর। সম্প্রতি প্রায় তিনমাস পর নিজের বাড়িতে মন্ত্রিসভার একটি বৈঠক করেন পারিকর। শারীরিক দুর্বলতা থাকলেও রাজ্যপাট সামলাতে পিছপা নন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা এবং প্রশাসনের সবকিছুর উপর বাড়ি থেকেই নজর রাখছেন পারিকর। পারিকর নিজে রাজ্যে গরুর মাংস বিক্রেতাদের সমর্থন করেছিলেন। এমনকি হুঁশিয়ারিও দিয়েছিলেন যে, বৈধভাবে গরুর মাংসের আমদানিতে কেউ বাধা দিলে তাকে শাস্তি দেওয়া হবে। স...

শিগগিরই দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি শুরু করছেন ইমরান খান

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী কয়েকদিনের মধ্যে দারিদ্র দূরীকরণে 'বিশাল আকারের সাহসী কর্মসূচি' শুরুর ইঙ্গিত দিয়েছেন। দেশটির জনগণকে দারিদ্রের বাইরে বের করে আনার লক্ষ্যে তিনি এ কর্মসূচি শুরু করবেন। ইমরান খান বলেন, দারিদ্র দূরীকরণের কর্মসূচি হবে তার সরকারের প্রথম ১০০ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এ কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে।  তিনি জানান, এ কর্মসূচি হবে রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা। এক ছাতার নিচে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করবে।   চীনের পরামর্শ ও দিক-নির্দেশনার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, আমরা চীন সফর থেকে জেনেছি কীভাবে তারা ৭০ কোটি মানুষকে তিন দশকের মধ্যে দারিদ্র থেকে বের করে আনার ঐতিহাসিক কাজ করতে সক্ষম হয়েছে। হাজার মাইলের এ সফরে আমরা মাত্র প্রাথমিক পদক্ষেপ নিলাম। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের মতো তারকা ক্রিকেটার তৈরি করা হবে বলেও আশ্বাস দেন ইমরান খান। বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৮/আরাফাত

সিনহুয়ায় খবর পড়ল কৃত্রিম সংবাদ উপস্থাপক

Image
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ায় খবর পড়েছে। ছবি: সিনহুয়া বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে এল চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। দেশটির ঝেজিয়াং প্রদেশে চলমান পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন উপলক্ষে এই সংবাদ উপস্থাপককে বিশ্বের সামনে তুলে ধরা হলো। কয়েক দিন আগেই কৃত্রিম চাঁদ তৈরির ঘোষণা দিয়েছে চীন। ওই আলোচনা শেষ হতে না হতেই এবার কৃত্রিম সংবাদ উপস্থাপক খবর পড়ল দেশটিতে। সিএনবিসি ও সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ কৃত্রিম বুদ্ধিমত্তার একজন উপস্থাপক ব্যবহার করেছে। এর পরনে ছিল স্যুট এবং কণ্ঠ অনেকটা রোবটের মতো। আধুনিক প্রযুক্তির এই সংবাদ পাঠক পেশাদার উপস্থাপকদের মতোই সংবাদ পড়তে পারে। যদিও অনেকেই এ সম্পর্কে দ্বিমত পোষণ করেন। এই ‘সংবাদ উপস্থাপক’-এর চেহারা এবং গলার আওয়াজ পুরুষের মতো। তার চেহারার অভিব্যক্তিও সত্যিকারের মানুষের মতোই। কৃত্রিম বুদ্ধিমত্তাটি বিভিন্ন সংবাদের ভিডিও দেখে নিজে শিখতে পারে এবং একজন পেশাদার সংবাদ উপস্থাপকের মতোই স্বাভাবিকভাবে সংবাদ পড়তে পারে। এই বুদ্ধিমত্তা য...

আকাশে মাতৃত্বের নজির গড়লেন বিমানবালা

Image
প্যাট্রিশা ওরগানো। ছবি: ফেসবুক আকাশে উড়ছে বিমান। আর সেই বিমানে নিজের দায়িত্ব পালন করছেন প্যাট্রিশা ওরগানো। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে সেখানেই মানবিকতার অন্য নজির গড়লেন তিনি। যার জন্য তাকে অভিবাদন জানান হাজারো মানুষ। ঘটনাটি ঘটে ফিলিপাইন এয়ারলাইনসের একটি বিমানে।    ফিলিপাইনের একটি শিশু বিষয়ক গণমাধ্যমে বলা হয়, বিমানটি আকাশে উড়ছিল। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান প্যাট্রিশা। তিনি খোঁজ নিয়ে দেখেন, শিশুটি খিদের জ্বালায় কাঁদছে। তার মা সমস্যায় ছিলেন। কারণ শিশুটির জন্য আনা ফর্মুলা মিল্ক অর্থাৎ ‘টিনের দুধ’ শেষ হয়ে গিয়েছে। ওদিকে বিমানের ভিতরেও তেমন কোনও বিকল্প ব্যবস্থা ছিল না। প্যাট্রিশা তৎক্ষণাৎ শিশুটির মাকে জানান, তিনি শিশুটিকে স্তন্যপান করাতে চান। অনুমতি পেলে শিশুটিকে নিয়ে স্তন্যদান করেন  প্যাট্রিশা ।    এই  বিমানবালা  তার ফেসবুকে লেখেন, সেই সময়ে বিমানেই তার মূল্যায়ন চলছিল প্রোমোশনের জন্য। তিনি সেই কাজ রেখে শিশুটিকে স্তন্যপান করান। পরে তিনি জানিয়েছেন, মূল্যায়নের সঙ্গে তার এই কাজের কোনও বিরোধ নেই। আর তিনি প্রোমোশনের কথ...

রাক্ষুসে আগুনে ঘরছাড়া আড়াই লক্ষ মানুষ

Image
লস অ্যাঞ্জেলেস:  ক্যালিফোর্নিয়ায় দুটি ভয়াবহ দাবানলের কোপে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ও উত্তরের ক্যাম্প ফায়ার এখনও পুড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি৷ ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ৷ ন’জন মানুষের মৃত্যু হয়েছে এই দাবানলের কোপে পড়ে বলে মনে করা হচ্ছে৷ প্রায় ২৫০,০০০ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছেন৷ দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ও এলাকা ছারখার করে দিয়ে দানবের মত ধেয়ে যাচ্ছে অন্য দিকে৷ আগুনকে ইন্ধন দিচ্ছে প্রবল হাওয়া৷ হাজার হাজার ওক গাছ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ দমকল বাহিনী আগুন নেভানোর প্রবল চেষ্টা করছে কিন্তু আগুনের তীব্রতা এমনই ও তার গতিবেগ এমনই যে কোনও কিছুই কাজে আসছে না৷ উত্তরের শহর পারাডাইসকে ছাই করে দিয়েছে এই ভয়াবহ আগুন৷ এখনও পর্যন্ত ৩৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানা গিয়েছে৷ Guillermo del Toro ✔ @RealGDT Evacuated last night. Bleak House and the collection may be endangered but the gift of life remains. Thousand Oaks and Agoura are still in danger. Malibu is being evacuated. 17.1K 11...

সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি ভরবে না যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে যুদ্ধরত বিমানে আর জ্বালানি সরবরাহ করা হবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে জ্বালানি সরবরাহ সহযোগিতা চুক্তিতে ইতি টানার জন্য অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিল করবে বলে ওয়াশিংটন পোস্টে একটি খবর প্রকাশিত হয়। এরপরই এই অনুরোধ জানানো হলো। অপরদিকে, ইয়েমেনে সৌদি জোটের অভিযানের ব্যাপারে বিশেষ করে তাদের উপর বিমান হামলায় বহু সাধারণ নাগরিক নিহত হওয়ায় ব্যাপক সমালোচনা হয়। আর তারই প্রেক্ষাপটে ওয়াশিংটন চুক্তি বাতিল করতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র'র সঙ্গে আলোচনা করে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তাদের অভিযান পরিচালনার জন্য জ্বালানি সরবরাহ চুক্তি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। এর আগে, পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবাকা রেবারিচ বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা চললেও ওয়াশিংটন পোস্টের খবরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর