রাক্ষুসে আগুনে ঘরছাড়া আড়াই লক্ষ মানুষ

লস অ্যাঞ্জেলেস: ক্যালিফোর্নিয়ায় দুটি ভয়াবহ দাবানলের কোপে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ও উত্তরের ক্যাম্প ফায়ার এখনও পুড়িয়ে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি৷ ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন মানুষ৷
ন’জন মানুষের মৃত্যু হয়েছে এই দাবানলের কোপে পড়ে বলে মনে করা হচ্ছে৷ প্রায় ২৫০,০০০ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছেন৷ দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ও এলাকা ছারখার করে দিয়ে দানবের মত ধেয়ে যাচ্ছে অন্য দিকে৷ আগুনকে ইন্ধন দিচ্ছে প্রবল হাওয়া৷ হাজার হাজার ওক গাছ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷
দমকল বাহিনী আগুন নেভানোর প্রবল চেষ্টা করছে কিন্তু আগুনের তীব্রতা এমনই ও তার গতিবেগ এমনই যে কোনও কিছুই কাজে আসছে না৷ উত্তরের শহর পারাডাইসকে ছাই করে দিয়েছে এই ভয়াবহ আগুন৷ এখনও পর্যন্ত ৩৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানা গিয়েছে৷
Evacuated last night. Bleak House and the collection may be endangered but the gift of life remains. Thousand Oaks and Agoura are still in danger. Malibu is being evacuated.

2,580 people are talking about this


দক্ষিণি সমুদ্র সৈকতে রয়েছে বেশ কিছু হলিউড তারকার বাড়ি৷ সেদিকেও ঢুকে পড়েছে রাক্ষুসে আগুন৷ কী করে নিভবে এই আগুন এখনও পর্যন্ত তার উত্তর জানা নেই কারো৷ ক্যালিফোর্নিয়া গভর্নর অফিস থেকে জানানো হয়েছে “ধ্বংসের দ্রুততা ও মাত্রা অত্যন্ত তীব্র৷ যা অবিশ্বাস্য ও হৃদয়বিদারক৷”

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা