সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি ভরবে না যুক্তরাষ্ট্র

সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি ভরবে না যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
সৌদি আরবের যুদ্ধবিমানে জ্বালানি দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে যুদ্ধরত বিমানে আর জ্বালানি সরবরাহ করা হবে না বলে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে জ্বালানি সরবরাহ সহযোগিতা চুক্তিতে ইতি টানার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র চুক্তিটি বাতিল করবে বলে ওয়াশিংটন পোস্টে একটি খবর প্রকাশিত হয়। এরপরই এই অনুরোধ জানানো হলো। অপরদিকে, ইয়েমেনে সৌদি জোটের অভিযানের ব্যাপারে বিশেষ করে তাদের উপর বিমান হামলায় বহু সাধারণ নাগরিক নিহত হওয়ায় ব্যাপক সমালোচনা হয়। আর তারই প্রেক্ষাপটে ওয়াশিংটন চুক্তি বাতিল করতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র'র সঙ্গে আলোচনা করে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তাদের অভিযান পরিচালনার জন্য জ্বালানি সরবরাহ চুক্তি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। এর আগে, পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবাকা রেবারিচ বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা চললেও ওয়াশিংটন পোস্টের খবরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা