নিষেধাজ্ঞা কাটিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন ইরানি নারীরা!

নিষেধাজ্ঞা কাটিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন ইরানি নারীরা!
সৌদি আরবের পর এবার ইরানি নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেল। শনিবার এশীয় ক্লাব ফুটবলের প্রতিযোগিতায় এশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা স্টেডিয়ামে বসেই দেখার সুযোগ পেয়েছেন কয়েকশ’ ইরানি নারী। ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানি নারীরা শীর্ষ পর্যায়ের কোনো ক্রীড়া প্রতিযোগিতা সরাসরি দেখতে পেলেন। ইরানের বার্তা সংস্থা ইসনা'র বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, ইরানের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ৩৫ বছর ধরে মাঠে বসে নারীদের খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। মাঠে হাজির হওয়া নারীদের বেশির ভাগই ছিলেন ফুটবলারদের আত্মীয় বা নারী ফুটবল দলের সদস্য। স্থানীয় দল পার্সপোলিশ মুখোমুখি হয় জাপানের কাশিমা অ্যান্টলারদের বিপক্ষে। খেলায় ইরানি ক্লাব পরাজিত হয়। তবে পরাজয়ে মোটেও অসন্তুষ্ট হননি তারা। কারণ তারা স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা দেখতে পেয়েই খুশি।
১৯৮১ সালের পর নারীরা মাঠে বসে কোনো ফুটবল খেলা দেখেননি। তবে বিভিন্ন দেশের নারী সমর্থকরা কয়েকটি খেলা মাঠে বসে দেখার অনুমতি পেয়েছিলেন।
এর আগে ৩০ বছরের নিষেধাজ্ঞা পেছনে ফেলে গাড়ির চালকের আসনে বসেন রক্ষণশীল সৌদি আরবের নারীরা। 
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৮/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা