Posts

ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে সুনামি সতর্কতা জারি

Image
ইন্দোনেশিয়ায় ফের অনুভূত হল তীব্র ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। এতে এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। অন্যদিকে  জাপানে জারি হল সুনামি সতর্কতা।    আজ শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল সুলাওয়েসি দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। মার্কিন জিওলজিক্যাল সার্ভে প্রথমে জানিয়েছিল, কম্পনের মাত্রা ৭.৭। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার কম্পন ধরা পড়েছে।  ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।  ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝেমধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্র। ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। সব দেশ মিলিয়ে দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লক্ষ ২০ হাজার। ইত্তেফাক/এসআর 

রানওয়েতে নামতে গিয়ে হ্রদে নেমে পড়ল বিমান!

Image
মাইক্রোনেশিয়ার চাক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি উপহ্রদে পতিত হয়েছে। এএনজি৭৩ ফ্লাইটে থাকা ৩৫ যাত্রী ও ১২ জন ক্রুর কেউই মারাত্মক আহত হয়নি বলে জানা গেছে। খবর বিবিসির। বিমানটি মাইক্রোনেশিয়ার পনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপকূল থেকে কিছুটা দূরে অগভীর জলরাশির ওপর পাপুয়া নিউ গিনির এয়ার নিউগিনি বিমান পড়ে রয়েছে। তবে কী কারণে ওই বিমান দুর্ঘটনায় পড়েছে তা স্পষ্ট নয়। চাক বিমানবন্দরের ম্যানেজার জিমি এমিলিও বলেছেন, বিমানটি রানওয়ে থেকে ১৬০ গজ দূরে ওই উপহ্রদে পতিত হয়। বোয়িং ৭৩৭-৮০০ বিমানে থাকা সব আরোহীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।  বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

সন্ত্রাস দমনে পাকিস্তান আগে কিছু করুক, তারপর বৈঠক : ভারত

Image
সরাসরি নাম উল্লেখ না করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নিউইয়র্কে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ‘সার্ক’ জোটের দেশগুলির বৈঠকে। গতকাল বৃহস্পতিবার সুষমা বলেন, সন্ত্রাসবাদ দমনে শুধু সদিচ্ছা দেখালে হবে না।গঠনমূলক কিছু করার ইচ্ছা থাকলে, আগে তা করে দেখাতে হবে। না হলে, শুধু বৈঠকে বসে কোনও কাজের কাজ হবে না। নিউইয়র্কে গতকাল ‘সার্ক’ দেশগুলির বৈঠকে সুষমা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অঞ্চলে সন্ত্রাসের আশঙ্কা ও ঘটনা বেড়েই চলেছে। গোটা বিশ্বে তো বটেই, আমাদের এই এলাকা (দক্ষিণ এশিয়া)-তেও শান্তি ও স্থায়ীত্বের পক্ষে সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে সন্ত্রাসবাদ। কোনও বাছবিচার না করে সন্ত্রাসবাদকে সব রকম ভাবে মোকাবিলা করতে হবে আমাদের। ‘সার্ক’ বৈঠকে ভাষণ শেষ হতেই সভা ছেড়ে বেরিয়ে যান ভারতের এ বিদেশমন্ত্রী। এর কিছুক্ষণ পরেই বলতে ওঠেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সবাইকে কিছুটা অপ্রস্তুত করে দিয়ে পাক বিদেশমন্ত্রী সরাসরি নাম না করে সুষমার দ্রুত প্রস্থান নিয়ে তির্যক মন্তব্য করেন। কুরে...

রানওয়ে থেকে প্রশান্ত মহাসাগরীয় হৃদে বিমান

Image
মাইক্রোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান শুক্রবার রানওয়ে অতিক্রম করার পর প্রশান্ত মহাসাগরের অগভীর হ্রদে ছিটকে পড়ে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা জানা যায়। খবর এএফপি’র। বিমানবন্দর কর্মকর্তা জিমিএমিলিও’র বরাত দিয়ে প্যাসিফিক ডেইলি’র খবরে বলা হয়, এয়ার নিউ গিনি’র বিমানটি ওয়েনো বিমানবন্দরে অবতরণের উদ্দেশে যাত্রা করে চৌক উপহ্রদে পতিত হয়। এমিলিও বলেন, ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু-এর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন এবং তাদের কেউই গুরুতর আহত হননি বলে জানা গেছে। তবে তাদেরকে পরীক্ষা করে দেখার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। টুইটারের ফটোগ্রাফ ও ভিডিও-তে অর্ধডোবা বিমানটির যাত্রীদের সহায়তায় স্থানীয়দের নৌকা নিয়ে এগিয়ে আসতে দেখা গেছে। এয়ার নিউগিনি পাপুয়া নিউ গিনির জাতীয় এয়ার লাইন। অস্ট্রেলিয়ার এবিসি-এর খবরে জানা গেছে, পাপুয়া নিউ গিনি’র এই দুর্ঘটনার জন্যে তদন্ত কমিশন ঘটনাস্থলে একটি দল প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছে। -বাসস ইত্তেফাক/ জেআর

সিরিয়া ইস্যুতে রাশিয়াকে সতর্ক হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

Image
সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের দেশের জন্য বড় রকমের ভুল। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এর আগে মস্কো বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না। ফলে রাশিয়াকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার বিষয়ে যে খবর শুনছি তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিত।  গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিমান ধ্বংসের জন্য ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া।  তবে বোল্টন তার ভাষায় বলছেন, ‘ইরানি সেনাদের আগ্রাসী আচরণ’ থেকে ইসরায়েলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, নিজেকে রক্ষা করার বৈধ অধিকার রয়েছে ইসরায়েলের। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আফগানে সংঘর্ষে ৮ তালেবান নিহত

Image
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের চারদারা জেলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে আট জঙ্গি নিহত হয়েছে। এ প্রদেশের সেনা কর্মকর্তা আব্দুল হাদি একথা জানান। খবর সিনহুয়ার। সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সংঘটিত ওই বন্দুকযুদ্ধে আরো ছয় জঙ্গি আহত হয়। এতে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা তা উল্লেখ না করে ওই সেনা কর্মকর্তা জানান, এ বন্দুকযুদ্ধে কোন বেসামরিক নাগরিক আহত হয়নি। তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারদারা জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের প্রতিহত করা অব্যাহত রাখবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। ইত্তেফাক/টিএস

মোদিকে ‘চোর’ বলায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলায় দেশটির উত্তর প্রদেশে কংগ্রেস নেত্রী ও সাবেক অভিনেত্রী দিব্যা স্পন্দনার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। তবে পুলিশ মামলা নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর টুইটারে মোদিকে আবারও চোর বলেছেন ওই কংগ্রেস নেত্রী। গেল ২৪ সেপ্টেম্বর টুইটারে একটি এডিট করা ছবি পোস্ট করেন স্পন্দনা। এতে দেখা যায় মোদি তার নিজের মূর্তির কপালে ‘চোর’ শব্দটি লিখছেন। স্পন্দনার টুইটের সমালোচনা করেন অনেক বিজেপি সমর্থক। শেষমেষ উত্তর প্রদেশে লখনো পুলিশ স্টেশনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে মামলা ঠুকে দেন আইনজীবী সৈয়দ রেজওয়ান আহমেদ। লখনোর পুলিশ জানায়, ‘বিদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করার অভিযোগে স্পন্দনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ফৌজদারি আইনের ধারায় মামলা নেয়া হয়েছে।’ এর একদিন পর রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও মোদিকে চোর বলে অভিহিত করেন। ইত্তেফাক/টিএস