রানওয়ে থেকে প্রশান্ত মহাসাগরীয় হৃদে বিমান

রানওয়ে থেকে প্রশান্ত মহাসাগরীয় হৃদে বিমান
মাইক্রোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান শুক্রবার রানওয়ে অতিক্রম করার পর প্রশান্ত মহাসাগরের অগভীর হ্রদে ছিটকে পড়ে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা জানা যায়। খবর এএফপি’র।
বিমানবন্দর কর্মকর্তা জিমিএমিলিও’র বরাত দিয়ে প্যাসিফিক ডেইলি’র খবরে বলা হয়, এয়ার নিউ গিনি’র বিমানটি ওয়েনো বিমানবন্দরে অবতরণের উদ্দেশে যাত্রা করে চৌক উপহ্রদে পতিত হয়।
এমিলিও বলেন, ৩৬ জন যাত্রী ও ১১ জন ক্রু-এর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন এবং তাদের কেউই গুরুতর আহত হননি বলে জানা গেছে। তবে তাদেরকে পরীক্ষা করে দেখার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি।
টুইটারের ফটোগ্রাফ ও ভিডিও-তে অর্ধডোবা বিমানটির যাত্রীদের সহায়তায় স্থানীয়দের নৌকা নিয়ে এগিয়ে আসতে দেখা গেছে।
এয়ার নিউগিনি পাপুয়া নিউ গিনির জাতীয় এয়ার লাইন। অস্ট্রেলিয়ার এবিসি-এর খবরে জানা গেছে, পাপুয়া নিউ গিনি’র এই দুর্ঘটনার জন্যে তদন্ত কমিশন ঘটনাস্থলে একটি দল প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছে। -বাসস
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা