মোদিকে ‘চোর’ বলায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলায় দেশটির উত্তর প্রদেশে কংগ্রেস নেত্রী ও সাবেক অভিনেত্রী দিব্যা স্পন্দনার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। তবে পুলিশ মামলা নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর টুইটারে মোদিকে আবারও চোর বলেছেন ওই কংগ্রেস নেত্রী।
গেল ২৪ সেপ্টেম্বর টুইটারে একটি এডিট করা ছবি পোস্ট করেন স্পন্দনা। এতে দেখা যায় মোদি তার নিজের মূর্তির কপালে ‘চোর’ শব্দটি লিখছেন।
স্পন্দনার টুইটের সমালোচনা করেন অনেক বিজেপি সমর্থক। শেষমেষ উত্তর প্রদেশে লখনো পুলিশ স্টেশনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে মামলা ঠুকে দেন আইনজীবী সৈয়দ রেজওয়ান আহমেদ।
লখনোর পুলিশ জানায়, ‘বিদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করার অভিযোগে স্পন্দনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ফৌজদারি আইনের ধারায় মামলা নেয়া হয়েছে।’
এর একদিন পর রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও মোদিকে চোর বলে অভিহিত করেন।
ইত্তেফাক/টিএস
Comments