সন্ত্রাস দমনে পাকিস্তান আগে কিছু করুক, তারপর বৈঠক : ভারত

সন্ত্রাস দমনে পাকিস্তান আগে কিছু করুক, তারপর বৈঠক : ভারত
সরাসরি নাম উল্লেখ না করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নিউইয়র্কে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ‘সার্ক’ জোটের দেশগুলির বৈঠকে।
গতকাল বৃহস্পতিবার সুষমা বলেন, সন্ত্রাসবাদ দমনে শুধু সদিচ্ছা দেখালে হবে না।গঠনমূলক কিছু করার ইচ্ছা থাকলে, আগে তা করে দেখাতে হবে। না হলে, শুধু বৈঠকে বসে কোনও কাজের কাজ হবে না।
নিউইয়র্কে গতকাল ‘সার্ক’ দেশগুলির বৈঠকে সুষমা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অঞ্চলে সন্ত্রাসের আশঙ্কা ও ঘটনা বেড়েই চলেছে। গোটা বিশ্বে তো বটেই, আমাদের এই এলাকা (দক্ষিণ এশিয়া)-তেও শান্তি ও স্থায়ীত্বের পক্ষে সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে সন্ত্রাসবাদ। কোনও বাছবিচার না করে সন্ত্রাসবাদকে সব রকম ভাবে মোকাবিলা করতে হবে আমাদের।
‘সার্ক’ বৈঠকে ভাষণ শেষ হতেই সভা ছেড়ে বেরিয়ে যান ভারতের এ বিদেশমন্ত্রী। এর কিছুক্ষণ পরেই বলতে ওঠেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সবাইকে কিছুটা অপ্রস্তুত করে দিয়ে পাক বিদেশমন্ত্রী সরাসরি নাম না করে সুষমার দ্রুত প্রস্থান নিয়ে তির্যক মন্তব্য করেন। কুরেশি বলেন, সার্ক দেশগুলির জোটের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি দেশ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতের দিক থেকে গঠনমূলক উদ্যোগ বলতেই আমার মনে আসবে, উনি (সুষমা স্বরাজ) বৈঠকের মাঝ পথে উঠে গেলেন সভা ছেড়ে। হতে পারে, উনি সুস্থ বোধ করছেন না।
কুরেশির ওই মন্তব্যের পর অবশ্য প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ভারত। ভারতের এক কর্মকর্তা কুরেশির ওই মন্তব্যকে ‘ভিত্তিহীন ও অবাস্তব’ বলে উড়িয়ে দেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা