সিরিয়া ইস্যুতে রাশিয়াকে সতর্ক হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

সিরিয়া ইস্যুতে রাশিয়াকে সতর্ক হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রেরসিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের দেশের জন্য বড় রকমের ভুল। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এর আগে মস্কো বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না। ফলে রাশিয়াকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার বিষয়ে যে খবর শুনছি তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিত। 
গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিমান ধ্বংসের জন্য ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া। 
তবে বোল্টন তার ভাষায় বলছেন, ‘ইরানি সেনাদের আগ্রাসী আচরণ’ থেকে ইসরায়েলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, নিজেকে রক্ষা করার বৈধ অধিকার রয়েছে ইসরায়েলের।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা