যুক্তরাষ্ট্রের সমান শক্তির হতে চাচ্ছে উ. কোরিয়া /কালের কণ্ঠ ডেস্ক
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজের সামরিক বাহিনীর একটি ‘সাম্যাবস্থায়’ পূর্ণ অবস্থা চাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এ কথা জানায়। এদিকে দেশটির ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার পর এক মাসেরও কম সময়ের মধ্যে তারা জাপানের ওপর দিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির লাগাম টেনে ধরতে করণীয় নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং-উন বলেন, উত্তর কোরিয়া কাঙ্ক্ষিত পারমাণবিক শক্তি অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় প্রয়োজনে এ ক্ষেত্রে রাষ্ট্রের সর্ব শক্তি ব্যবহার করা হবে। খবরে বলা হয়, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত সামরিক ভারসাম্য গড়ে তোলা। যাতে মার্কিন শাসকরা বিকল্প হিসেবে সামরিক শক্তি ব্যবহারের কথা বলার সাহস না পায়। উনকে উদ্ধৃত করে বলা হয়, ‘উৎকট স্বদেশপ্রেমে মত্ত বড় শক্ত...