Posts

যুক্তরাষ্ট্রের সমান শক্তির হতে চাচ্ছে উ. কোরিয়া /কালের কণ্ঠ ডেস্ক

Image
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজের সামরিক বাহিনীর একটি ‘সাম্যাবস্থায়’ পূর্ণ অবস্থা চাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এ কথা জানায়। এদিকে দেশটির ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার পর এক মাসেরও কম সময়ের মধ্যে তারা জাপানের ওপর দিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির লাগাম টেনে ধরতে করণীয় নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং-উন বলেন, উত্তর কোরিয়া কাঙ্ক্ষিত পারমাণবিক শক্তি অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় প্রয়োজনে এ ক্ষেত্রে রাষ্ট্রের সর্ব শক্তি ব্যবহার করা হবে। খবরে বলা হয়, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত সামরিক ভারসাম্য গড়ে তোলা। যাতে মার্কিন শাসকরা বিকল্প হিসেবে সামরিক শক্তি ব্যবহারের কথা বলার সাহস না পায়। উনকে উদ্ধৃত করে বলা হয়, ‘উৎকট স্বদেশপ্রেমে মত্ত বড় শক্ত...

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রতি সমর্থন মমতার/কালের কণ্ঠ ডেস্ক

Image
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘের আবেদনকে সমর্থন জানিয়েছেন। এদিকে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নরম মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন। মমতা টুইটে বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যের জন্য জাতিসংঘের আবেদনকে আমরা সমর্থন করছি। আমাদের বিশ্বাস, সব সাধারণ মানুষ সন্ত্রাসী নয়। আমরা সত্যিই উদ্বিগ্ন। ’ ভারতে আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৮ আগস্ট এ ব্যাপারে বিভিন্ন রাজ্যে আনুষ্ঠানিক নির্দেশিকা পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশ মানবে না বলে আগেই জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপ ‘অমানবিক’ বলেও রাজ্য সরকার মন্তব্য করে...

ইরাকি কুর্দিদের থামানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের /কালের কণ্ঠ ডেস্ক

Image
ইরাকি কুর্দিদের স্বাধীনতা ঘোষণার প্রশ্নে আগামী ২৫ সেপ্টেম্বর যে গণভোটের আয়োজন করা হয়েছে, তাতে ভোট দিতে স্থানীয়দের উৎসাহিত করার জন্য চলছে প্রচার। কুর্দিদের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী আরবিলে গণভোটের পক্ষে প্রচার কার্যক্রমের এ ছবিটি শুক্রবার তোলা। ছবি : এএফপি জঙ্গিবিরোধী লড়াই অব্যাহত রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে’ ইরাকি কুর্দিদের স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোট অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকি কুর্দি আইন প্রণেতারা গত শুক্রবার গণভোট নেওয়ার পক্ষে ভোট দেন। এরপর গণভোট বন্ধ রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। আগামী ২৫ সেপ্টেম্বর গণভোটের আয়োজন করেছে ইরাকি কুর্দিরা। গত শুক্রবার কুর্দিস্তানের আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে গণভোট নেওয়ার পক্ষে রায় দেন কুর্দি আইন প্রণেতারা। ১১১ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে এদিন ৬৮ জন ভোট দেন, যার মধ্যে গণভোটের পক্ষে ভোট দিয়েছেন ৬৫ জন। পার্লামেন্টের বাকি সদস্যরা এদিন অধিবেশন বর্জন করেন। অধিবেশন বর্জনের ঘোষণা তাঁরা আগেই দিয়েছিলেন। কুর্দিস্তানের আঞ্চলিক পার্লামেন্টের এ সিদ্ধান্তের পর যুক্ত...

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন মোদি /কালের কণ্ঠ / অনলাইন

Image
                                                                              ফাইল ফটো নিজের জন্মদিনে গুজরাটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সারোবর ড্যামের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় ছয় দশক পর এ বাঁধটি উদ্বোধন করা হলো। আজ রবিবার নিজের ৬৭তম জন্মদিনে মোদি বাঁধটি উদ্বোধন করেন।   বাঁধের নির্মাণকাজ শেষ উপলক্ষে গুজরাটের রাজ্য সরকার পক্ষকালব্যাপী যে নর্মদা মহোৎসবের আয়োজন করেছে মোদি সেখানেও উপস্থিত থাকবেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। গুজরাটের আহমেদাবাদ শহর থেকে ঘণ্টাখানেকের পথ দাভোইয়ে এক জনসভায়ও তার বক্তৃতা করার কথা রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে বাঁধের কাজ শেষ হওয়ায় বিজেপি গুজরাট রাজ্য শাখা বিশাল অনুষ্ঠানেরও আয়োজন করেছে; অনুষ্ঠানস্থল আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে এনডিটিভি।...

নিউ ইয়র্কে বিশ্বের সকল বাঙালির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা সাবেদ সাথী, //নিউ ইয়র্ক প্রতিনিধি

Image
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশাল আকৃতির নৌকার আদলে তৈরি নাগরিক সংবর্ধনার মঞ্চে ১৬ কোটি মানুষের জন্য ভাষন দেবেন ‘মানবতার মা’ (মাদার অব হিউম্যানিটি) খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ ভাষণমঞ্চ প্রস্তুতির কাজও চলছে। এটাই হবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ প্রধানমন্ত্রী দেওয়া এ বছরের সেরা চমক। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতারা। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও মানবতার মা শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি বিমানবন্দর ও জাতিসংঘের সামনে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এসব স্থানে কোন প্রকার বিচ্ছৃখংলা দেখা দিয়ে এ দেশের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তা প্রতিহত করবে। এজন্য আওয়ামীলীগের সকল নেতা-কর্মিদেরকে সজাগ থাকার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানগণ এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকবেন। কারন এবারে জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সামন...

মাদক ব্যবসা: স্বামী-স্ত্রীকে ৮ মাস করে কারাদণ্ড ভ্রাম্যমাণ প্রতিনিধি/ইত্তেফাক/এমআর

Image
ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আট মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  দণ্ডিতরা হলো, স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মৃত চাঁদ আলী জোয়ারদারের ছেলে আইয়ুব আলী জোয়ারদার ও তার স্ত্রী পারভিন আক্তার।  রবিবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এ দণ্ডাদেশ প্রদান করেন। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেকটর রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে দুইজনকেই ৮ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, আইয়ুব আলী জোয়ারদার দম্পতি দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর এলাকায় জমজমাট মাদকের ব্যবসা করে আসছিলো। ইত্তেফাক/এমআর

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ, সোমবার হরতাল /খাগড়াছড়ি প্রতিনিধি/ইত্তেফাক/এমআই

Image
খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এই ঘেরাও কর্মসূচি দেয়।  রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন এ তথ্য জানিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। এর অংশ হিসেবে রবিবার জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে শনিবার শহরে মাইকিং করে সংগঠনটি। এদিকে ১৪৪ ধারা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে কমিটি। বেলা সাড়ে ১০টার দিকে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশ থেকে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। ইত্তেফাক/এমআই