যুক্তরাষ্ট্রের সমান শক্তির হতে চাচ্ছে উ. কোরিয়া /কালের কণ্ঠ ডেস্ক


যুক্তরাষ্ট্রের সমান শক্তির হতে চাচ্ছে উ. কোরিয়া
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজের সামরিক বাহিনীর একটি ‘সাম্যাবস্থায়’ পূর্ণ অবস্থা চাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এ কথা জানায়। এদিকে দেশটির ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার পর এক মাসেরও কম সময়ের মধ্যে তারা জাপানের ওপর দিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির লাগাম টেনে ধরতে করণীয় নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের শক্তিধর দেশগুলো।
শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং-উন বলেন, উত্তর কোরিয়া কাঙ্ক্ষিত পারমাণবিক শক্তি অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় প্রয়োজনে এ ক্ষেত্রে রাষ্ট্রের সর্ব শক্তি ব্যবহার করা হবে। খবরে বলা হয়, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত সামরিক ভারসাম্য গড়ে তোলা। যাতে মার্কিন শাসকরা বিকল্প হিসেবে সামরিক শক্তি ব্যবহারের কথা বলার সাহস না পায়।
উনকে উদ্ধৃত করে বলা হয়, ‘উৎকট স্বদেশপ্রেমে মত্ত বড় শক্তিগুলোকে আমরা দেখাব, তাদের সীমাহীন নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও কিভাবে আমাদের দেশ পারমাণবিক শক্তিতে লক্ষ্য অর্জন করে। ’ কিম আরো বলেন, ‘ডিপিআরকের (উত্তর কোরিয়ার) বিষয়ে মার্কিন শাসকরা যেন সামরিক বিকল্প নিয়ে কথা বলার সাহস না পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ’
উত্তর কোরিয়া শুক্রবার জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার আরো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের জবাব দিতেই তারা এটি উেক্ষপণ করে। হওয়াসং-১২ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণের সময় সেখানে দাঁড়িয়ে হাসিমুখে তা পর্যবেক্ষণ করেন কিম। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৭০ কিলোমিটার উচ্চতায় উঠে জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে উড়ে তিন হাজার ৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়াম ও পিয়ংইয়ের মধ্যে দূরত্ব তিন হাজার ৪০০ কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি গুয়ামে আঘাত হানার মতো দূরত্বে যেতে সক্ষমতার পরিচয় দিয়েছে। উত্তর কোরিয়া কয়েক মাস আগে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল। সূত্র : এএফপি।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য