রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রতি সমর্থন মমতার/কালের কণ্ঠ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে জাতিসংঘের আবেদনকে সমর্থন জানিয়েছেন। এদিকে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নরম মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন।
মমতা টুইটে বলেন, ‘রোহিঙ্গাদের সাহায্যের জন্য জাতিসংঘের আবেদনকে আমরা সমর্থন করছি। আমাদের বিশ্বাস, সব সাধারণ মানুষ সন্ত্রাসী নয়। আমরা সত্যিই উদ্বিগ্ন। ’
ভারতে আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৮ আগস্ট এ ব্যাপারে বিভিন্ন রাজ্যে আনুষ্ঠানিক নির্দেশিকা পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশ মানবে না বলে আগেই জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপ ‘অমানবিক’ বলেও রাজ্য সরকার মন্তব্য করেছে। রাজ্য সরকারের প্রশাসনিক এক শীর্ষ কর্মকর্তার মতে, রোহিঙ্গারা ‘মুসলিম’ বলেই কেন্দ্রীয় সরকার ওই পদক্ষেপ নিয়েছে।
এদিকে বিএসপিপ্রধান মায়াবতী রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নরম মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানবতার খাতিরে রোহিঙ্গা মুসলিমদের প্রতি কেন্দ্রীয় সরকারকে কঠোর মনোভাব নেওয়া উচিত নয় এবং এ নিয়ে কোনো রাজ্যকেও বাধ্য করা উচিত নয়।
মায়াবতী বলেন, মিয়ানমারে সহিংসতার জন্য লাখো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং কয়েক হাজার ভারতের বিভিন্ন রাজ্যে শরণার্থী হয়ে আছে। এ রকম পরিস্থিতিতে তাদের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব স্পষ্ট না হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মায়াবতী মন্তব্য করেন।
ভারতে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী
মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভারত থেকে বের না করে দেওয়ার দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে দুই রোহিঙ্গার করা একটি মামলার কার্যক্রম চলছে। আদালতের পক্ষ থেকে এ নিয়ে সরকারের কাছে জবাব তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে হলফনামা দিয়ে ‘রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক সে জন্য তাদের আশ্রয় দেওয়া যাবে না’ বলে জানানো হয়েছে। কিন্তু এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু তা অস্বীকার করেন। গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সরকারের অবস্থান জানানো হবে। তিনি এ নিয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি। সূত্র : হিন্দুস্তান টাইমস, পার্স টুডে।
Comments