খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ, সোমবার হরতাল /খাগড়াছড়ি প্রতিনিধি/ইত্তেফাক/এমআই

খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ, সোমবার হরতাল
খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এই ঘেরাও কর্মসূচি দেয়। 
রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন এ তথ্য জানিয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। এর অংশ হিসেবে রবিবার জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে শনিবার শহরে মাইকিং করে সংগঠনটি। এদিকে ১৪৪ ধারা লঙ্ঘন করে প্রতিবাদ সমাবেশ করেছে কমিটি।
বেলা সাড়ে ১০টার দিকে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশ থেকে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলা সদরে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/এমআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য