বয়স্ক ভাতা আর তোলা হলো না হেদো বিবির ঠাকুরগাঁও প্রতিনিধি ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৮:০৬ মিঃ বালিয়াডাঙ্গীতে দুর্ঘটনা কবলিত স্থান বয়স্ক ভাতা'র টাকা আর তোলা হলো না ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হেদো বিবি'র (৬৫)। তিনি টাকা তুলতে এসে গরু বোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হেদো বিবি (৬৫) বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া হুকাবস্তি গ্রামের মৃত ভুলু মোহাম্মদের স্ত্রী। বয়স্ক ভাতা উত্তোলনের জন্য হেদো বিবি সোনালী ব্যাংকে আসে। সেখানে রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে গরু বোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বালিয়াডাঙ্গী থানার ওসি মো মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক/জামান ...
Posts
- Get link
- X
- Other Apps
রামগড়ে বাস উল্টে আহত ১০ রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৮:১৫ মিঃ রামগড়-ফেনী সড়কের বাগান বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী সামিয়া বাদশা নামে একটি যাত্রীবাহী বাস রামগড়ের পার্শ্ববর্তী বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে প্রায় ১০জন যাত্রী আহত হন। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার সাথে সাথে চালক জসিম পালিয়ে যায়। আমান উল্লাহ নামে এক আহত যাত্রী জানান, চালক তাদের বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। গার্ডের দোকান বাজার পার হয়ে উঁচু টিলা রাস্তা থেকে দ্রুত গতিতে নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সাথে সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এ সময় ওই গাড়িটিকে সাইড দিতে গেলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। ইত্তেফাক/জামান
- Get link
- X
- Other Apps
তাড়াশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৫:১৬ মিঃ জেলার তাড়াশে বন্যার পানিতে ডুবে আলভী খাতুন (১) নামে এক শিশু মারা গেছে। রবিবার বিকেলে মালশিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলভী উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের আমীন প্রামানিকের মেয়ে। স্থানীয়রা জানান, অনেক খোঁজাখুঁজির পর আলভীর বাবা-মা তাকে বাড়ির পাশে পানির মধ্য থেকে উদ্ধার করে। পরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইত্তেফাক/ইউবি
- Get link
- X
- Other Apps
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি পেশ গাজীপুর প্রতিনিধি ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৪:৫৬ মিঃ বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিল গেইট এলাকার টপস এন্ড বটমস লিমিটেড নামের কারখানার শতাধিক শ্রমিক রবিবার সকালে জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। কারখানার সুইং অপারেটর সাথী আক্তার বলেন, গত জুনে ঈদের ছুটির পর ৬জুন কারখানা খোলার কথা ছিল। ৬ জুন সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পাই। কিন্তু ওই বন্ধের জন্য কোনো নোটিশ ছিল না।কারখানা কর্তৃপক্ষ আমাদের কোনো বেতন দিচ্ছে না। একাধিকবার বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের আশ্বাস দেয়া হয়। সর্বশেষ বেতন দেয়ার কথা ১৮আগস্ট। কিন্তু ওই দিনও বেতন দেয়নি কর্তৃপক্ষ। পাওনাদির জন্য কারখানার এমডি ও ডাইরেক্টরদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তারা রিসিভ করেন না। এমতাবস্থায় আমারা সন্তানদের লেখাপড়ার খরচ, দোকান বাকি ও বাড়িভাড়া পরিশোধ করতে পারছি না। সামনে ঈদ-উল-আযহা। তাই আমরা শ্রম আইন অনুয়াযী সকল পাওনাদি পরিশোধের জন্য রবিবার সকালে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছি। ...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে একটি মানুষও গৃহহীন হয়ে থাকবে না’ দিনাজপুর অফিস ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৪:১৮ মিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবল বর্ষণ ও উজানের পানি আসায় দিনাজপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। বহু রাস্তাঘাট, কার্লভাট, ব্রিজ, রেল লাইন, মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বন্যার তোড়ে জেলার বেশিরভাগ মাটির বাড়ি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে কাঁচা বাড়িঘর। আমার সরকার কাউকে গৃহহীন রাখবে না। প্রত্যেকের বাড়ি তৈরি করে দেয়া হবে। যাদের নিজস্ব জায়গা নেই তাদের খাস জমির উপর বাড়ি করে পুনর্বাসন করা হবে। বাংলাদেশে একটি মানুষও গৃহহীন হয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ শিবির পরিদর্শনের জন্য আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টারযোগে দিনাজপুর বড় মাঠে নেমে সরাসরি দিনাজপুর জিলা স্কুল আশ্রয় শিবিরে উপস্থিত হন। তিনি বন্যার্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ক...
- Get link
- X
- Other Apps
আশ্রয়কেন্দ্রে আশ্রয় মেলেনি, বানের জলে ভেসে গেল সোনাভানের ৪ শিশু কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৬:৩৫ মিঃ ফাইল ছবি হঠাৎ বন্যায় ডুবে গেছে চারিধার। চার সন্তানের হাত ধরে অসহায় মা ছুটলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পৌঁছেছিলেন ঠিক মতোই। কিন্তু মাদ্রাসার সুপারের অবহেলায় আশ্রয়কেন্দ্রেও জুটলো না আশ্রয়। আবার একবুক পানি পাড়ি দিয়ে ফেরার পথেই চারটি সন্তানকেই হারিয়ে ফেললেন মা। বানের জল ভাসিয়ে নিলো সোনাভান খাতুনের চারটি সোনার মুখ! স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় বন্যায় গত সপ্তাহে ডুবে যায় দিনাজপুর জেলার বেশিরভাগই অংশ। সেই সময়ই এই ঘটনা ঘটে জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রামে। এ বিষয়ে ওই চার সন্তানের জননী সোনাভান খাতুন ঈশ্বরগ্রাম দাখিল উলুম মাদ্রাসার সুপার মো. ফানসুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে জানা গেছে, গত ১৩ আগস্ট বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় বলরামপুর ঈশ্বরগ্রাম দাখিল উলুম মাদ্রাসায় আশ্রয়ের জন্য চার সন্তানকে নিয়ে ছুটে আসেন সোনাভান। শিশুদের মধ্যে দুই কন্যা, এক ছেলে ও দেবরের এক ছেলে ছিল। কিন্তু মাদ্রাসার কক্ষ খোল...
- Get link
- X
- Other Apps
সোমবার সকালের মধ্যে উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে' অনলাইন ডেস্ক ২০ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩৭ মিঃ ছবি: সুমন ঘোষ বন্ধ হওয়া ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল সোমবার সকালের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষতিগ্রস্ত ওই পৌলী রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান। ঘটনাস্থলে মেরামত কাজ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, 'যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে বিভাগের সকল দক্ষ কর্মী মেরামত কার্যক্রমে অংশ নিয়েছেন।মেরামতের জন্য যত সরঞ্জাম লাগবে তা আনা হয়েছে। প্রয়োজনে আরও সরঞ্জাম আনা হবে।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে ঈদে ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। এজন্য এ পথে দ্রুতই রেল চলাচল স্বাভাবিক করা হবে। নদীর মধ্যে যদি কেউ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।' বন্যার পানির প্রবল চাপে পৌলী রেলসেতুর এ্যাপ্রোচ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এখানে মাটি প্রায় ২০ ফুট ধসে গেছে। ফলে ঢ...