রামগড়ে বাস উল্টে আহত ১০
রামগড়-ফেনী সড়কের বাগান বাজার এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী সামিয়া বাদশা নামে একটি যাত্রীবাহী বাস রামগড়ের পার্শ্ববর্তী বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে প্রায় ১০জন যাত্রী আহত হন।
স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার সাথে সাথে চালক জসিম পালিয়ে যায়। আমান উল্লাহ নামে এক আহত যাত্রী জানান, চালক তাদের বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। গার্ডের দোকান বাজার পার হয়ে উঁচু টিলা রাস্তা থেকে দ্রুত গতিতে নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সাথে সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এ সময় ওই গাড়িটিকে সাইড দিতে গেলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
ইত্তেফাক/জামান
Comments