সোমবার সকালের মধ্যে উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে'
অনলাইন ডেস্ক২০ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৩৭ মিঃ
'সোমবার সকালের মধ্যে উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে'
ছবি: সুমন ঘোষ
 
বন্ধ হওয়া ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল সোমবার সকালের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষতিগ্রস্ত ওই পৌলী রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান।
 
ঘটনাস্থলে মেরামত কাজ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, 'যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে বিভাগের সকল দক্ষ কর্মী মেরামত কার্যক্রমে অংশ নিয়েছেন।মেরামতের জন্য যত সরঞ্জাম লাগবে তা আনা হয়েছে। প্রয়োজনে আরও সরঞ্জাম আনা হবে।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে ঈদে ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। এজন্য এ পথে দ্রুতই রেল চলাচল স্বাভাবিক করা হবে। নদীর মধ্যে যদি কেউ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।'
 
বন্যার পানির প্রবল চাপে পৌলী রেলসেতুর এ্যাপ্রোচ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এখানে মাটি প্রায় ২০ ফুট ধসে গেছে। ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের মৈত্রী এক্সপ্রেস রেলসহ সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 
রবিবার ভোর পৌনে ৫টার দিকে স্থানীয় লোকজন রেল সেতুর এপ্রোচের মাটি সরে যেতে দেখে। পরে তারা লাল কাপড় দিয়ে নিশানা টাঙায়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পরবর্তী নীলসাগর ট্রেনটি। এলাকার লোকজন স্থানীয় প্রশাসন ও রেলকর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনসহ রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত হন।
 
রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, এখানে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফুট গভীর হয়েছে। রেললাইনের নিচে ১০ থেকে ১২টি কাঠের স্লিপার ভেঙ্গে পানিতে পড়ে গেছে। ঢাকা ও পাকশী থেকে প্রকৌশলী দল এসেছে। পুরোদমে বালির বস্তা ও মাটি ফেলে এ্যাপ্রোচ তৈরি করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান


Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য