বয়স্ক ভাতা আর তোলা হলো না হেদো বিবির
বালিয়াডাঙ্গীতে দুর্ঘটনা কবলিত স্থান
বয়স্ক ভাতা'র টাকা আর তোলা হলো না ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হেদো বিবি'র (৬৫)। তিনি টাকা তুলতে এসে গরু বোঝাই নসিমনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সোনালী ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হেদো বিবি (৬৫) বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া হুকাবস্তি গ্রামের মৃত ভুলু মোহাম্মদের স্ত্রী। বয়স্ক ভাতা উত্তোলনের জন্য হেদো বিবি সোনালী ব্যাংকে আসে। সেখানে রাস্তা পারাপারের সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে গরু বোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বালিয়াডাঙ্গী থানার ওসি মো মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
Comments