Posts

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ সৈন্য নিহত

Image
সংগৃহীত ছবি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সৈন্য নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র। খবরে বলা হয়, নর্থ ওয়াজিরিস্তান জেলার রাজধানী অস্থিরতাপূর্ণ মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়। ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সৈন্যরা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয়। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় চলাকালে চার সৈন্য শাহাদৎ বরণ করেন। এ সংঘর্ষে চার সন্ত্রাসীও নিহত হয়েছে। পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। পাকিস্তানের এ অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্র...

মার্কিন বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২২

Image
সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।  গতকাল রবিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় এটিতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল। মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তিনি আরও জানান, অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে জম্মু এবং কাশ্মীর

Image
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে জম্মু এবং কাশ্মীর। সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন, তারাই জম্মু-কাশ্মীরে থাকার অনুমতি পাবেন। তবে জম্মু-কাশ্মীরে পৌঁছানোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর তার প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে। যতদিন জম্মু-কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে। এছাড়া পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে। তবে যেসব পর্যটকদের বয়স ৬৫ বছরের বেশি তাদের এখনই জম্মু-কাশ্মীরে না আসারই পরামর্শ দেয়া হয়েছে। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কাশ্মীর প্রশাসন। গত বছরের আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করে দেশটির সরকার। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে...

করোনা প্রকোপের মধ্যেই পাকিস্তানে ধারাবাহিক বোমা হামলা, নিহত ৪

Image
সংগৃহীত ছবি। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ধারাবাহিক তিনটি বোমা হামলায় দুই সেনাসহ কমপক্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সিন্ধুদেশ রেভ্যুলেশনারি আর্মি। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি সিন্ধ প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে চায়। জানা গেছে, প্রথম বোমা হামলাটি হয় পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। ওই ঘটনায় এক জন মারা যান এবং সেনা সদস্যসহ আটজন আহত হন। করোনা মহামারি পরিস্থিতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সময় এই হামলাটি চালানো হয়। দ্বিতীয় হামলাটি হয় করাচি থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত সিন্ধ প্রদেশের ঘোটকি জেলায়। এই হামলায় দুই সেনা সদস্যসহ তিন জন নিহত হন। আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে সিন্ধ প্রদেশে লারকানা জেলায়। তবে এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবারের এই হামলার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্য মন্ত্রী মুরাদ আলি শাহ। ইত্তেফাক/এআর

তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে, রংপুর অঞ্চলে বন্যার আশঙ্কা

Image
তিস্তা ব্যারেজে পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর অঞ্চলের তিস্তা নদীতে হঠাৎ করেই পানি বেড়েছে।তিস্তা সেচ প্রকল্প ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদ সীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় এই পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ৫০ মিটার রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র অবশ্য বলেছে, বছরের এই সময় এটি স্বাভাবিক পানি প্রবাহ। উজানে ভারতে বেশি বৃষ্টিপাতের কারণে এই পানি প্রবাহ বৃদ্ধি।ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর ক্রমেই বৃদ্ধি পেয়ে রংপুরের তিন উপজেলা,লালমনিরহাটের ৫টি উপজেলা,কড়িগ্রামের দুই উপজেলা তিস্তা চর অঞ্চল গুলোতে আগাম বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে তিস্তার পারের মানুষ বন্যার আশঙ্কা করছেন। উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটের দোয়ানীতে ব্যারেজ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো সমূহে রেড অ্যালার্ট জারি, নিশ্চিত করেছেন পাউবো, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ। শুক্রবার বিকেল ৪ টায় লালমনিরহাটের হাতীবান্ধা দোয়ানী তিস্তা ব্যারাজ পয়...

ভারতের কোনও অংশ দখল করেনি চীন, সর্বদলের বৈঠকে জানালেন মোদি

Image
ভারতের কোনও অংশ দখল করতে পারেনি চীনের সেনাবাহিনী। লাদাখ নিয়ে সর্বদলীয় বৈঠকে এমনই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সীমান্তের নিরাপত্তায় যথেষ্ট সক্ষম দেশের সেনাবাহিনী। তাদের উপরেও দেশের পূ্র্ণ আস্থা রয়েছে দেশবাসীর। কোনও বাহ্যিক চাপের কাছে ভারত নতি স্বীকার করবে না বলেও আশ্বস্ত করেছেন মোদি। ভারতের সুরক্ষায় যা যা করণীয়, তা করা হবে বলেই সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে৷ চীনা সেনাবাহিনী ভারতীয় এলাকা দখল করেছে কিনা বা অনুপ্রবেশ ঘটিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিন সর্বদল বৈঠকে মোদি দাবি করেন, চীনা সেনা সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ ঘটায়নি, কোনও পোস্টও দখল করেনি৷ তিনি বলেন, 'আমাদের ২০ জন সেনা শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু যারা ভারত মাতার দিকে চোখে তুলে তাকিয়েছিল, তাদের তারা উচিত শিক্ষা দিয়েছেন।' সেনার উপর পূর্ণ আস্থা রেখে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন...

'সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতি ভারতীয় সেনাবাহিনীর'

Image
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি বেশ উত্তপ্ত। শুক্রবার এই বিষয়েই ছিল সর্বদলীয় বৈঠক। আর সেখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আশ্বাস দিয়ে জানান ভারত-চীন সীমান্তে সব রকমের প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। বৈঠকের শুরুতেই রাজনাথ সিং সব দলের নেতা-নেত্রীদের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। গালওয়ান ভ্যালির সংঘাত সম্পর্কেও এদিন বর্ণনা দেন তিনি। ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চীনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। কোনও চীনা অনুপ্রবেশ হয়নি। গত ১৫ জুন গভীর রাতে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনার চরম সংঘাত হয়। সেখানেই শহীদ হন আর্মি অফিসারসহ ২০ সদস্য। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেও জানা গেছে। সূত্র: কলকাতা২৪ বিডি প্রতিদিন/আরাফাত