করোনা প্রকোপের মধ্যেই পাকিস্তানে ধারাবাহিক বোমা হামলা, নিহত ৪

সংগৃহীত ছবি।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ধারাবাহিক তিনটি বোমা হামলায় দুই সেনাসহ কমপক্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
এই হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সিন্ধুদেশ রেভ্যুলেশনারি আর্মি। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি সিন্ধ প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে চায়।
জানা গেছে, প্রথম বোমা হামলাটি হয় পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে। ওই ঘটনায় এক জন মারা যান এবং সেনা সদস্যসহ আটজন আহত হন। করোনা মহামারি পরিস্থিতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সময় এই হামলাটি চালানো হয়। দ্বিতীয় হামলাটি হয় করাচি থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত সিন্ধ প্রদেশের ঘোটকি জেলায়। এই হামলায় দুই সেনা সদস্যসহ তিন জন নিহত হন। আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে সিন্ধ প্রদেশে লারকানা জেলায়। তবে এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শুক্রবারের এই হামলার বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্য মন্ত্রী মুরাদ আলি শাহ।
ইত্তেফাক/এআর
Comments