Posts

চীন ভ্রমণকারীদের এবার রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

Image
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে বিমানে করে চীন ঘোরা বিদেশিদেরও রাশিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে জানিয়েছে মস্কো। এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য চীনের নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক ভিসার সুযোগও বন্ধ করে দেবে মস্কো। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করলো পাকিস্তানের যুবারা

Image
ছবি: সংগৃহীত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতকে সহজ লক্ষ্য দিলো পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ১৭২ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস। ভারত-পাকিস্তান খেলা মানেই একটু অন্যরকম উত্তেজন। সেই উত্তেজনা ছড়ায় মাঠে ও মাঠের বাইরে। খেলোয়াড়রা মাঠে, দর্শকরা গ্যালারিতে আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে নানা ধরনের ট্রল। এমন উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও ব্যর্থ পাকিস্তানের যুবারা। ৪ উইকেটে ১৪৬ রান করা দলটি ৪৩.১ ওভারেই সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৭২ রানে। পরবর্তী মাত্র ২৬ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক রোহেল নাজির। এ ছাড়া ৫৬ রান করেন ওপেনার হায়দার আলী। ২১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বাকি ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার পূরণ করতে না পারায় সম্মানজনক স্কোর গড়তে পারেনি পাকিস্তান। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৭২/১০ (রোহেল নাজির ৬২, হায়দার আলী ৫৬, হারিস ২১; সুশান্ত মিশ্রা ৩/২৮)। ইত্তেফাক/এসআই

প্রতিশোধ নিলো তুরস্ক

Image
ছবি: সংগৃহীত সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় ৪ সেনা নিহতের ঘটনার প্রতিশোধ নিলো তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, পাল্টা আক্রমণে সিরিয়ার ৩০ থেকে ৩৫ সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। এরপরই হামলার জবাব দেয় তুরস্ক। দেশটি জানায়, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে সিরিয়া সরকারি বাহিনীর লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। ইউক্রেন যাওয়ার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ফাইটার জেট ও আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে আংকারা। এতে ৩০ থেকে ৩৫ জন সিরিয়ার সেনা নিহত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সেনারা শহীদ হবে আর আমরা চুপ করে বসে থাকবো তা সম্ভব না। ইত্তেফাক/এসআর

ইইউ’কে পরমাণু সমঝোতার সর্বশেষ পরিস্থিতি জানাল ইরান

Image
ইরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সর্বশেষ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেন। ইইউ’র শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ইরান সফরে এলেন বোরেল।সাক্ষাতে দুই শীর্ষ কূটনীতিক ইউরোপের সঙ্গে ইরানের ডলার বহির্ভূত আর্থিক লেনদেন নিয়েও কথা বলেন। ইউরোপীয় দেশগুলো ২০১৯ সালে ইনসটেক্স নামক ওই আর্থিক লেনদেনের চ্যানেল চালু করার প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। আমেরিকাকে পাশ কাটিয়ে ইরান যাতে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারে সেজন্য ইনসটেক্স চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল ইউরোপীয়রা। জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও কথা বলেন।ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের যে কথিত শান্তি পরিকল্পনা উত্থাপান...

ইসরায়েল-মিশর গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

Image
ইসরায়েল এবং মিশরের মধ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যার দিকে মিশরের সিনাই উপদ্বীপের বির আল-আব্দ এলাকায় গ্যাস পাইপলাইনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। তবে কারা এই পাইপলাইন উড়িয়ে দিয়েছে এবং হামলার পেছনে তাদের উদ্দেশ্য কি তা পরিষ্কার জানায় নি টেলিভিশন চ্যানেলটি। পরে ইসরায়েল দাবি করেছে যে, পাইপলাইন সচল আছে তবে বিস্ফোরণের ঘটনা নিয়ে এরইমধ্যে তারা তদন্ত শুরু করেছে। গত ১৫ জানুয়ারি হতে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে মিশরে গ্যাস রপ্তানি শুরু করেছে। ইসরাইল বলেছে, এই গ্যাস পাইপলাইন তাদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ইসরায়েল মিশর থেকে গ্যাস আমদানি করত তবে ২০১২ সালে ইসরায়েলে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় কায়রো। ২০১১ সালের প্রথম ছয় মাসে ওই গ্যাস পাইপলাইনে কয়েক দফা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। বিডি প্রতিদিন/আরাফাত

করোনাভাইরাস দূর করবে ‘ককটেল’ ইঞ্জেকশন, দাবি থাইল্যান্ডের

Image
জ্বর আর এইচআইভি। এই দুই রোগের অ্যান্টি-ভাইরাসের ‘ককটেল’। তাতেই করোনাভাইরাসের চিকিৎসা সম্ভব বলে দাবি করলো থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়ে এক সংবাদিক বৈঠক করেন চিকিৎসা পদ্ধতিটির সঙ্গে যুক্ত এক ডাক্তার, ক্রিয়েংসাক আট্টিপর্নওয়ানিচ।  তিনি জানিয়েছেন, ৭১ বছর বয়সি এক বৃদ্ধা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ‘ককটেল ইঞ্জেকশনটি’ তার শরীরে প্রয়োগ করার পরেই নাটকীয় ভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি। ৪৮ ঘণ্টা পরে ফের তার শারীরিক পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।  ক্রিয়েংসাক আরও জানান, ওই ইঞ্জেকশন প্রয়োগের আগে প্রায় শয্যাশায়ী ছিলেন বৃদ্ধা। উঠে বসতে পারছিলেন না। কিন্তু ১২ ঘণ্টা পরে দেখা যায় তিনি উঠে বসেছেন। ওষুধটি কতটা ‘সফল’, তা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চলছে। রিপোর্টের অপেক্ষায় উদগ্রীব সকলে। জানা যায়, ফিলিপিন্সে মারা যান ৪৪ বছর বয়সী এক চীনা যুবক। তিনি উহান থেকে ফিলিপিন্সে এসে অসুস্থ হয়ে পড়েন। চীনের বাইরে এই প্রথম কোনও মৃত্যু হয়। তার পরেই ‘সুখবর’ দিয়েছে থাইল্যান্ড। এতে আশার আলো দেখছে গোটা বিশ্ব। সূত্র : আনন্দবাজার পত্রিকা। বিডি-প্রতিদিন/শফিক

দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

Image
গুলির পর ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ০২ ফেব্রুয়ারি, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিক...