করোনাভাইরাস দূর করবে ‘ককটেল’ ইঞ্জেকশন, দাবি থাইল্যান্ডের

করোনাভাইরাস দূর করবে ‘ককটেল’ ইঞ্জেকশন, দাবি থাইল্যান্ডের

জ্বর আর এইচআইভি। এই দুই রোগের অ্যান্টি-ভাইরাসের ‘ককটেল’। তাতেই করোনাভাইরাসের চিকিৎসা সম্ভব বলে দাবি করলো থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়ে এক সংবাদিক বৈঠক করেন চিকিৎসা পদ্ধতিটির সঙ্গে যুক্ত এক ডাক্তার, ক্রিয়েংসাক আট্টিপর্নওয়ানিচ। 
তিনি জানিয়েছেন, ৭১ বছর বয়সি এক বৃদ্ধা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ‘ককটেল ইঞ্জেকশনটি’ তার শরীরে প্রয়োগ করার পরেই নাটকীয় ভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি। ৪৮ ঘণ্টা পরে ফের তার শারীরিক পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। 
ক্রিয়েংসাক আরও জানান, ওই ইঞ্জেকশন প্রয়োগের আগে প্রায় শয্যাশায়ী ছিলেন বৃদ্ধা। উঠে বসতে পারছিলেন না। কিন্তু ১২ ঘণ্টা পরে দেখা যায় তিনি উঠে বসেছেন। ওষুধটি কতটা ‘সফল’, তা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চলছে। রিপোর্টের অপেক্ষায় উদগ্রীব সকলে।
জানা যায়, ফিলিপিন্সে মারা যান ৪৪ বছর বয়সী এক চীনা যুবক। তিনি উহান থেকে ফিলিপিন্সে এসে অসুস্থ হয়ে পড়েন। চীনের বাইরে এই প্রথম কোনও মৃত্যু হয়। তার পরেই ‘সুখবর’ দিয়েছে থাইল্যান্ড। এতে আশার আলো দেখছে গোটা বিশ্ব। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা