ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করলো পাকিস্তানের যুবারা

ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতকে সহজ লক্ষ্য দিলো পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ১৭২ রানেই আটকে যায় পাকিস্তানের ইনিংস।
ভারত-পাকিস্তান খেলা মানেই একটু অন্যরকম উত্তেজন। সেই উত্তেজনা ছড়ায় মাঠে ও মাঠের বাইরে। খেলোয়াড়রা মাঠে, দর্শকরা গ্যালারিতে আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে নানা ধরনের ট্রল। এমন উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও ব্যর্থ পাকিস্তানের যুবারা।
৪ উইকেটে ১৪৬ রান করা দলটি ৪৩.১ ওভারেই সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৭২ রানে। পরবর্তী মাত্র ২৬ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক রোহেল নাজির। এ ছাড়া ৫৬ রান করেন ওপেনার হায়দার আলী। ২১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বাকি ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার পূরণ করতে না পারায় সম্মানজনক স্কোর গড়তে পারেনি পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৭২/১০ (রোহেল নাজির ৬২, হায়দার আলী ৫৬, হারিস ২১; সুশান্ত মিশ্রা ৩/২৮)।
ইত্তেফাক/এসআই
Comments