Posts

বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হচ্ছে ৩টি সীমান্ত হাট

Image
বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে তিনটি বর্ডার হাট। দুই দেশের সীমান্তবর্তী মেঘালয় অঞ্চলে নতুন এই হাটগুলো চালু হবে। এছাড়া আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।  ঢাকার ভারতীয় দূতাবাসের বাণিজ্যিক প্রতিনিধি প্রময়েশ বাসাল গণমাধ্যমকে জানান, দুদেশের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আরও দিনটি হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এই তিনটি হাটের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। দেশ দুটির সীমান্তবর্তী মানুষদের জন্য আরও নয়টি বর্ডার হাট চালুর জন্য অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে। মোদির ঢাকা সফরের সময় ভিডিও কনফারেন্সের তিনটি বর্ডার হাটের উদ্বোধন হতে পারে। বিডি প্রতিদিন/ফারজানা

Photo

Image

বিশ্বনেতাদের পাতে শুধু শাকসবজি

Image
সুইজারল্যান্ডের দাভোসে গত মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫০ তম বার্ষিক সম্মেলন। ছবি: রয়টার্স সুইজারল্যান্ডের দাভোসে গত মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫০ তম বার্ষিক সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে ৩ হাজারের মতো বিশ্বনেতা, নীতিনির্ধারক, প্রধান নির্বাহী (সিইও), প্রভাবশালী চিন্তাবিদ ও তারকারা যোগ দিয়েছেন ওই সম্মেলনে। এমন আয়োজনে প্রভাবশালী এই অতিথিদের জন্য আমিষসমৃদ্ধ নামীদামি খাবার থাকাটাই স্বাভাবিক। কিন্তু এবার আর তাঁদের পাতে পড়বে না মুখরোচক এসব খাবার। শুধু নিরামিষ দিয়েই ভোজ সারতে হবে তাঁদের। গতকাল বুধবার ছিল দাভোস সম্মেলনের দ্বিতীয় দিন। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি, সামাজিক উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে নেতাদের। আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু–সংকটের কথা মাথায় রেখেই এবারের সম্মেলনে মাছ, মাংসসহ আমিষজাতীয় খাবার বাতিল করা হয়েছে। নিরামিষ খাবার তৈরির জন্য ডাকা হয়েছে বিশ্বের নামকরা সব নিরামিষ পাচককে। এর মধ্যে রয়েছেন কানাডার শেফ ডগ ম্যাকনিশ। জাতিসংঘের তথ্যমতে, বৈশ্বিক উষ্ণায়নের ...

‘কাউকে তাড়াতে হলে প্রথমে আমাকে তাড়াতে হবে’

Image
দার্জিলিংয়ে মমতার সিএএবিরোধী প্রতিবাদ মিছিল। ছবি: সংগৃহীত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যদি কাউকে তাড়াতে হয়, তবে প্রথমে আমাকে তাড়াতে হবে। আমি যতক্ষণ আছি, ততক্ষণ এই পাহাড়ের কোনো মানুষের গায়ে হাত দিতে পারবে না। সবাইকে নিয়ে লড়ব। প্রয়োজনে আত্মবলিদান দেব। কিন্তু এই পাহাড় থেকে কাউকে তাড়াতে দেব না।’ গতকাল বুধবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী আন্দোলনে যোগ দিতে দার্জিলিং যান মমতা। সেখানে তিনি ভানুভক্ত ভবন থেকে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন। ৫ কিলোমিটার পথ হেঁটে তিনি পৌঁছান দার্জিলিংয়ের চকবাজারে। এই প্রথম দার্জিলিংয়ে প্রকাশ্যে কোনো প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন মমতা। মিছিল শেষে চকবাজারে তৃণমূল আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে মমতা বলেন, ‘এই পাহাড়ের মানুষও চাইছে না, মানছে না সিএএ, এনআরসি এবং এনপিআর। তারা চাইছে, এসব আইন বাতিল হোক। তাই আমি বলতে চাই, এই পাহাড়ের একজন গোর্খাকেও দেশ থেকে বিতাড়িত করতে দেব না। যদি কাউকে তাড়াতে হয় তবে প্রথমে আমাকে তাড়াতে হবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ এই পাহাড়ের কোনো মান...

শেষ ইচ্ছার কথা বলছেন না নির্ভয়ার ধর্ষকরা

Image
ছবি: সংগৃহীত। প্রথা অনুযায়ী নির্ভয়া হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত ফাঁসির ৪ জন আসামির শেষ ইচ্ছা জানতে চেয়েছিল ভারতের তিহার জেল কর্তৃপক্ষ।তবে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করা বা অন্য কোনও শেষ ইচ্ছার কথা প্রকাশ করেননি তারা।এমন খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়ার ধর্ষকদের দণ্ডপ্রাপ্ত ৪ আসামির ফাঁসির সাজা কার্যকর করা হবে। এ জন্য পুলিশের পক্ষ থেকে আসামি মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং এবং পবন গুপ্তাকে শেষ ইচ্ছার কথা জিজ্ঞাস করলেও এ সম্বন্ধে কোনও কথাই প্রকাশ করেননি তারা। অনেকেই মনে করছে, এরকম করে আসলে ফাঁসির সাজা আরও পিছিয়ে দেওয়া যায় কিনা সেই ফিকিরও খুঁজছেন তারা। এদিকে অধীর আগ্রহে ওই ৪ আসামির সাজা কার্যকর হওয়ার আশায় প্রহর গুণছেন নির্ভয়ার পরিবার। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় তারা। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের ...

লেবাননে হিজবুল্লাহর সমর্থনে সরকার গঠন, বিক্ষোভ

Image
হাসান দিয়াব [ছবি: সংগৃহীত] ইরান ঘনিষ্ঠ শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্রদের সমর্থন নিয়ে লেবাননে নতুন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। মঙ্গলবার হিজবুল্লাহ ও এর মিত্ররা নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যাপারে একমত হলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটে। তবে সরকারকে মানতে পারছে না বিরোধীরা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকের প্রাক্কালে বৈরুতে ব্যাপক বিক্ষোভ হয়। তারা বলেন, এটা রাবার স্ট্যাম্প সরকার। আগের মানুষগুলোই সরকারের সঙ্গে জড়িত। তাই আমরা এই সরকার মানি না। বিক্ষোভ দমনে পুলিশ গরম পানি নিক্ষেপ করে। - আল জাজিরা ইত্তেফাক/এমআর

ভারতে মোরগের আক্রমণে নিহত ১

Image
ছবি: সংগৃহীত। ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের প্রাগদাভারাম গ্রামের মোরগের আক্রমণে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন । বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহত ওই ব্যক্তির নাম সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, তিন সন্তানের জনক নিহত ব্যক্তি চানাভেঙ্কাটেশ্বরাম মোরগ লড়াই খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন । এই বিষয়ে অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা ক্রান্তি কুমার বলেন, নিয়মিত মোরগ লড়াই প্রতিযোগিতায় অংশ নিতেন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। এবার তেমনি এক প্রতিযোগিতায় অংশ নিতে গেলে মোরগটি পালাতে চায়। সেই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মোরগের পায়ে থাকা একটি ব্লেড সারিপাল্লির ঘাড়ে লাগে। এতে মারাত্বকভাবে আহত হন সারিপাল্লি চানাভেঙ্কাটেশ্বরাম। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হলে মারা যান তিনি। ১৯৬০ সাল থেকে মোরগ লড়াই খেলা ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এখনো এই খেলা প্রচলিত রয়েছে। এই বিষয়ে ইন্ডিয়াস পিপল ফর এনিমেনলস ফাউন্ডেশনের ট্রাস্টি গৌরি মাউলেখি বলেন, এই দুর্ঘটনা মোরগ লড়াইয়ের ক্ষতি...