সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ১০
নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও এলাকাবাসীর অভিযান। ছবি: ইত্তেফাক সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুঠা হাওরে নৌকা ডুবিতে ১০ নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। এ সময় কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। মৃতরা হলেন, মাছিমপুরের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া, বদরুল মিয়ার ছেলে আবির মিয়া, নোয়ারচরের আফজাল মিয়ার ছেলে আসাদ, পেরুয়ার ফিরোজ মিয়ার ছেলে শহীদুল মিয়া, মাছিমপুরের জমশেদ আলীর মেয়ে শান্তা, আরজ আলীর মেয়ে তাসলিমা এবং আফজাল মিয়ার ছেলে সোহান মিয়া। এছাড়া মাছিমপুরের আরজ আলীর স্ত্রী রুহিতুনন্নেছা, একই এলাকার আফজাল হোসেনের স্ত্রী আজিজুন্নেসা এবং পেরুয়ার নজিব উল্লার স্ত্রী করিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। মূলত সেখানে যাওয়ার জন্য এক দিন আগে রওনা হয় মাছিমপুরে থাকা ফিরোজ আলী স্বজনরা। সেখানে যাওয়ার পথে কালিয়াকুঠা হাওরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকায় এ সময় ৩১ জন যাত্রী ছিলেন। রফিনগর ...