Posts

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ১০

Image
নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও এলাকাবাসীর অভিযান। ছবি: ইত্তেফাক সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুঠা হাওরে নৌকা ডুবিতে ১০ নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। এ সময় কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। মৃতরা হলেন, মাছিমপুরের বাবুল মিয়ার ছেলে শামীম মিয়া, বদরুল মিয়ার ছেলে আবির মিয়া, নোয়ারচরের আফজাল মিয়ার ছেলে আসাদ, পেরুয়ার ফিরোজ মিয়ার ছেলে শহীদুল মিয়া, মাছিমপুরের জমশেদ আলীর মেয়ে শান্তা, আরজ আলীর মেয়ে তাসলিমা এবং আফজাল মিয়ার ছেলে সোহান মিয়া। এছাড়া মাছিমপুরের আরজ আলীর স্ত্রী রুহিতুনন্নেছা, একই এলাকার আফজাল হোসেনের স্ত্রী আজিজুন্নেসা এবং পেরুয়ার নজিব উল্লার স্ত্রী করিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। মূলত সেখানে যাওয়ার জন্য এক দিন আগে রওনা হয় মাছিমপুরে থাকা ফিরোজ আলী স্বজনরা। সেখানে যাওয়ার পথে কালিয়াকুঠা হাওরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকায় এ সময় ৩১ জন যাত্রী ছিলেন। রফিনগর ...

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১

Image
প্রতীকী ছবি লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর মারজুকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১১ জন সন্দেহভাজন নিহত হয়েছেন। মার্কিন নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সন্দেহভাজন ঐ ১১ জন আইএস জঙ্গিগোষ্ঠির সঙ্গে জড়িত ছিল। এক সপ্তাহের মধ্যে মারজুকে এটি মার্কিন বাহিনীর দ্বিতীয় বিমান হামলা। এর আগে, ১৯ সেপ্টেম্বর একই রকম আরেকটি বিমান হামলায় ৮ জন সন্দেহভাজন জঙ্গি মারা গেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ইউএস-আফ্রিকা কমান্ড প্রধান মেজর জেনারেল উইলিয়াম গেইলার জানান, আইএস জঙ্গিদের নিধনের জন্য এই বিমান হামলা চালানো হয়েছে, যেন তারা লিবিয়ার জনগণকে আক্রমণ করতে না পারে। ২০১৬ সালে লিবিয়ার উপকূলীয় শহর সিরাতে নিজেদের আধিপত্য হারানোর পর সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চল থেকেও জঙ্গিগোষ্ঠিটি পিছু হটতে বাধ্য হচ্ছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা বলা হয়, তারা কোনমতেই আইএসকে রাজধানী ত্রিপোলির আশেপাশে সংঘবদ্ধ হতে দেবে না। আরও পড়ুন:  বলিউডের জনপ্রিয় গায়ককে নিয়ে মুখ খুললেন তৃতীয় স্ত্রী আইএস এর পূর্বাঞ্চলীয় অংশের প্রধান খলিফা হাফতারের নেতৃত্বে গত এপ্রিলে কয়েকজনকে অপহরণ করেছিলো জঙ্গিগোষ্ঠিটি। এর ম...

পাকিস্তানে ভূমিকম্প, নিহত ১৯

Image
ভূমিকম্পে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর এলাকার একটি প্রধান সড়কে ভূমিধস হয়েছে। ছবি: ডননিউজটিভি ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের পূর্বাঞ্চল। এতে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও আছে। বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর শহরে। ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিরপুর এলাকার একটি প্রধান সড়কে বিশাল ভূমিধস হয়েছে। পাকিস্তানি ইংরেজি দৈনিক ডনের অনলাইনে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেলে ওই ভূমিকম্প হয়। এটা ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের ঘটনায় হতাহত হওয়ার পুরো চিত্র এখনো জানা যায়নি। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ রিয়াজ বলেছেন, ‘এই কম্পন ১০ কিলোমিটার গভীর ছিল। পুরো পাঞ্জাব প্রদেশসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে ভয়াবহ আঘাতটা হেনেছে মিরপুরে।’ ঘটনার পর থেকে মিরপুরে ভূমিকম্পের পরের পরাঘাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগের পরপরই ঘটনা...

মোদি না ইমরান—ট্রাম্পের কাছে কে বড়?

Image
‘হাউডি মোদি!’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি একবার বিষয়টি কল্পনা করে দেখুন তো...আপনার চেয়ে তুলনামূলক বেশি ক্ষমতাধর একজন আপনার সঙ্গে দারুণ বন্ধুত্ব প্রকাশ করছেন। একসঙ্গে এক অনুষ্ঠানে হাত ধরাধরি করে হাঁটছেন। ক্ষমতাবান বন্ধুর এমন আনুকূল্য পেয়ে আপনি বিগলিত। পরদিন দেখলেন, আপনার সেই ক্ষমতাধর বন্ধু আপনার ‘শত্রু’র সঙ্গে গলা মিলিয়ে বলছেন আমরা ‘দারুণ বন্ধু’। এমন বিদঘুটে চিত্র ভাবতেই হয়তো আপনার কষ্ট হচ্ছে। হয়তো আপনার শত্রুর সঙ্গে বন্ধুত্ব দেখানো বন্ধুর সঙ্গে সম্পর্কই শেষ করে দেবেন। তবে বাস্তবে যা সম্ভব, রাজনীতিতে তা অত সহজ না—তার বড় উদাহরণ এখন বিশ্ববাসীর সামনে। ট্রাম্প-মোদি আর ট্রাম্প-ইমরান এখন সেই উদাহরণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত নাকি পাকিস্তান, কোন দেশের প্রধানমন্ত্রীর সম্পর্ক বেশি ভালো, তা নিয়ে চলছে টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ। ভারত ও পাকিস্তানের লোকজন সেই যুদ্ধে শামিল হয়ে একে অপরকে ঘায়েল করে জয়ী হতে চাইছেন। বিপরীতমুখী চেহারা দেখানো সেই বন্ধু বড়ই ক্ষমতাধর,...

হতাশ ইমরান খান

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ভারতের বিপক্ষে অবস্থান নিতে বিশ্বব্যাপী দৌড়ঝাঁপ শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি। এনিয়ে হতাশ পাক এই প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণের চেষ্টায় পাকিস্তান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইমরান খান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরের প্রতি হতাশ’। তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হতাশ ... মোদির উপরে এখনও কোন চাপ নেই। তবে ইমরান খান আরো বলেন, আমরা চাপ অব্যাহত রাখব। এসময় সংবাদ সম্মেলন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালেহা লোধি উপস্থিত ছিলেন। বর্তমানে জাতিসংঘের সাধারণ অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং ইমরান খান। দুই প্রধানমন্ত্রীই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারত ও পাকিস্তান যদি চায় তাহলে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক তিনি। আরো প...

মোদিকে ট্রাম্পের পাল্টা প্রশংসা, বললেন ‘ফাদার অব ইন্ডিয়া’

Image
ট্রাম্প ও মোদি মোদির প্রশংসায় ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে আখ্যায়িত করেন তিনি। একই সঙ্গে মোদির মেজাজ ও স্পিরিটের প্রশংসা করে তাকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গে তুলনা করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে, মোদি ও তার নেতৃত্বাধীন সরকারেরও প্রশংসা শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট্রের মুখে।  ট্রাম্প বলেন, ‘আগে ভারতের অবস্থা খারাপ ছিল। যা নিয়ে ভারতবাসীদের মধ্যে অসন্তোষ ছিল কিন্তু, মোদি সবাইকে একত্রিত করে কাজ করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলে থাকি।  রবিবার হিউস্টনের সভায় ট্রাম্পের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোদি। এমনকী আমেরিকায় নির্বাচনের আগে কিছুটা আগ বাড়িয়েই বলেছিলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’। যা ঘিরে দেশের মাটিতে সরব হয়েছিল বিরোধিরা। মঙ্গলবার যেন, সেই প্রশংসারই প্রত্যুত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিডি-প্রতিদিন/শফিক

দেশের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

Image
প্রতীকী ছবি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ...