পাকিস্তানে ভূমিকম্প, নিহত ১৯

ভূমিকম্পে পাকিস্তান নিয়ন্ত্রীত কাশ্মীরের মিরপুর এলাকার একটি প্রধান সড়কে ভূমি ধস হয়েছে। ছবি: ডননিউজটিভিভূমিকম্পে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর এলাকার একটি প্রধান সড়কে ভূমিধস হয়েছে। ছবি: ডননিউজটিভি৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের পূর্বাঞ্চল। এতে অন্তত ১৯ জন নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও আছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর শহরে। ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিরপুর এলাকার একটি প্রধান সড়কে বিশাল ভূমিধস হয়েছে।
পাকিস্তানি ইংরেজি দৈনিক ডনের অনলাইনে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেলে ওই ভূমিকম্প হয়। এটা ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের ঘটনায় হতাহত হওয়ার পুরো চিত্র এখনো জানা যায়নি।
পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মোহাম্মদ রিয়াজ বলেছেন, ‘এই কম্পন ১০ কিলোমিটার গভীর ছিল। পুরো পাঞ্জাব প্রদেশসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে ভয়াবহ আঘাতটা হেনেছে মিরপুরে।’
ঘটনার পর থেকে মিরপুরে ভূমিকম্পের পরের পরাঘাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগের পরপরই ঘটনাস্থলে চিকিৎসাসেবার দল পাঠানো হয়েছে।
মঙ্গলবারের ভূমিকম্পের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে পাকিস্তানে ২০০৫ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটেছিল।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা