Posts

ইরান যেতে চাই, কিন্তু তেহরান আমন্ত্রণ জানাচ্ছে না: পম্পেও

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফাইল ছবি খোলা মনে ইরান সফরে যেতে চাইলেও তেহরানের পক্ষ থেকে সাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার এক টুইট বার্তায় এ অভিযোগ করেন তিনি। পম্পেও বলেন, ‘আমি সম্প্রতি তেহরান সফরে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আমি চেয়েছিলাম ইরানিদের সঙ্গে সরাসরি কথা বলতে। কিন্তু ইরানের রুহানি সরকার আমার প্রস্তাব গ্রহণ করেনি।’ বক্তব্যের সঙ্গে বৃহস্পতিবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তার প্রস্তাবের ভিডিও চিত্রও পোস্ট করেন পম্পেও। ভিডিওতে বৃহস্পতিবার তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি ‘খুশি মনে’ উপসাগরীয় এ দেশে যাবেন। ব্লুমবার্গকে পম্পেও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা আরোপের পেছনের কারণ ব্যাখ্যা করতে স্বেচ্ছায় ইরানের টেলিভিশনে হাজির হবেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ইরানের জনগণকে সরাসরিভাবে কিছু বলতে দেয়ার সুযোগকে আমি স্বাগত জানাবো। এ ব্যাপারে আমি তাদেরকে বলতে চাই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাদের নেতা সৃষ্টি করেছে। আর ত...

বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া (ভিডিও)

Image
‘নেভি ডে’ উপলক্ষে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা।  রবিবার ‘নেভি ডে’ উপলক্ষে কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস।  দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন।  রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য। রাশিয়ার জাতীয় দিবসগুলোর অন্যতম ‘নেভি ডে’। এটি প্রতিবছর জুলাইয়ের শেষ রবিবার উদযাপিত...

জীবন ঝুঁকিতে না ফেলতে ব্রিটিশ যুদ্ধজাহাজকে হুঁশিয়ারি ইরানের (ভিডিও)

Image
ব্রিটিশ তেল ট্যাংকার পারস্য উপসাগর থেকে ব্রিটিশ তেলবাহী একটি ট্যাংকার আটকের সময় দেশটির রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে অভিযানে বাধা না দিতে সতর্ক করে দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার ওই ঘটনার একটি অডিও এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি। প্রকাশ করা সংক্ষিপ্ত অডিও ক্লিপে শোনা যায়, ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস মন্টরোজ (এফ-২৩৬) থেকে পাশের আন্তর্জাতিক পানিসীমায় তার অবস্থান ঘোষণা করা হচ্ছে। ব্রিটিশ যুদ্ধজাহাজটি তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছিল। ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে এ বক্তব্য দেওয়ার পরই আইআরজিসি’র একজন কর্মকর্তা বার্তা দেন, “ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হলো সেপাহর নৌবাহিনীর টহল বোট: আপনাদেরকে এই ইস্যুতে হস্তক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে।” এ সময় ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে জবাব দেয়া হয়, “এটি হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬। একটি বাণিজ্যিক জাহাজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রণালীতে এস্কর্ট দেওয়ার জন্য আমি তার পাশে রয়েছি।” জবাবে ইরানি কর্মকর্তা বলেন, “ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হচ্ছে সেপাহর...

পাকিস্তানি সেনার গুলিতে ১০ দিনের শিশুর মৃত্যু, সীমান্তে উত্তেজনা

Image
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলা হাসপাতালের চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি দশ দিনের এক শিশুর। গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আহত হয়  আরও দু’জন, তারা বয়সে অনেকটা বড়। মৃত্যুর সঙ্গে লড়াই করে তারা জীবন ফিরে পেলেও দুধের শিশুটিকে আর বাঁচানো যায়নি। খবর দ্য ওয়াল এর। এ নিয়ে চরম উত্তেজনা কাশ্মীর সীমান্তে, ফের গুলির আওয়াজ। এর আগে, কোনও রকম প্ররোচনা ছাড়াই গুলি চা‌লায়চ্ছে পাকিস্তানি সেনা। আর তাতেই রবিবার সকালে আহত হয় ঐ দশ দিনের শিশু। আহত হয় আরও কমপক্ষে দুইজন। সকলকেই নিয়ে আসা হয় পুঞ্চ জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসায় কিছুটা সাড়া দেওয়ার পরে দু’জনকে জম্মু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে পুঞ্চেই অবজারভেশনে রাখা হয়। কিন্তু বিকেলের পর আর কোনও আশাই রইল না। আজ সোমবার সকালেও মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলছে গোলাগুলি। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সব মিলিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে। চলতি মাসে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের। ২২ জুলাই প্রাণ গিয়েছে এক ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে ১০০ কো...

১০০ যুদ্ধজাহাজ তৈরি করল ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

Image
একশোটি যুদ্ধজাহাজ বানিয়ে ফেললো ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভারতের অন্যতম এই জাহাজ বন্দর এবং জাহাজ প্রস্তুতকারী সংস্থা যাত্রা শুরু করেছিল ১৯৬১ সালে। যে সংস্থা একসময় একটি রণতরী এম কে-১ তৈরি করেছিল, সেই সংস্থাই দিনেদিনে ভারতীয় নৌসেনার জন্য ১০০টি জাহাজ বানিয়ে ফেলেছে। খবর কলকাতা 24x7 এর। আজ সোমবার বিশাখাপত্তনমে যে জাহাজটি জলে নেমেছে, তা ল্যান্ডিং ক্লাস উটিলিটি (এল সি ইউ) নামে পরিচিত। যে আটটি জাহাজ তৈরি হবে তার মধ্যেই এটি ষষ্ঠ। উদ্বোধনে উপস্থিত ছিলেন নৌসেনার ইস্টার্ন কমান্ডার ভাইস এডমিরাল অতুল কুমার জৈন। শেষ ৬ দশক ধরে ভারতীয় নৌসেনা এবং কোস্ট গার্ডের জন্য জাহাজ, ভেসেল তৈরি করছে এই সংস্থা। সাবমেরিন ধ্বংসকারী জাহাজ থেকে শুরু করে ভাসমান ট্যাংক- গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে অনেক কিছুই তৈরি হয়েছে যা ভারতের অন্য কোনো জাহাজ কারখানায় তৈরি হয়নি। বিডি-প্রতিদিন/শফিক

ইমরান-ট্রাম্পের বৈঠকে পাকিস্তানের ৫ জয়

Image
ইমরান-ট্রাম্পের বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নানা আলোচনা চলছে। সফর থেকে ফেরার পরই পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান কর্মসূচির প্রযুক্তিগত সহায়তার চুক্তি অনুমোদন করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মোড় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ সফর থেকে পাকিস্তান পাঁচটি সাফল্য পেয়েছে বলে দ্য ডিপ্লোম্যাট ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়। কয়েক মাস আগেও ইমরানের সফরের কোনো সম্ভাবনা ছিল না, তাই এটিকে পাকিস্তানের কূটনীতির সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। ট্রাম্প ও ইমরান খানের বৈঠকে পাকিস্তানের অর্জন নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক উমায়ের জামাল। পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া এই সাংবাদিক দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং রাজনীতি নিয়ে লেখালেখি করেন। তাঁর মতে পাকিস্তান যা পেয়েছে, তা হচ্ছে: প্রথমত, প্রাথমিকভাবে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের বৈঠকে অনেক আলোচনার মধ্য অন্যতম ছিল আফগানিস্তান ইস্যু। এ ক্ষেত্রে কয়েক মাস ধরেই মার্কিন সরকারের উচ্চপর্যায়ে কর্মকর্তারা পাকিস্তানের ভূমিকার প্রশংসা করতে দেখা গেছে। এ থেকে বোঝা যা...

২০২২ সালে পাকিস্তানিরা মহাকাশে যাবে/২১:১৭, ২৫ জুলাই, ২০১৯

Image
ফাইল ছবি মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা করল পাকিস্তান। চীনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে নিজেদের প্রথম মহাকাশচারী পাঠাবে দেশটি। সোমবার ভারতের চন্দ্রযান ২-এর সাফল্যের পরই এই ঘোষণা করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, '২০২০ সালের ফেব্রুয়ারি থেকেই এই অভিযানের প্রস্তুতি শুরু হবে। এর জন্য ৫০ জনের দল তৈরি করা হবে।' প্রসঙ্গত, গত বছর চীনা রকেট ব্যবহার করে দুটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছিল ইসলামাবাদ। উৎক্ষেপণ করা হয়েছিলো চীনের গোবি মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০২২-এর মধ্যে তিন জন ভারতীয়কে অন্তত এক সপ্তাহের জন্য মহাকাশে পাঠানো হবে। অত্যন্ত আলোচিত 'গগনযান' প্রকল্পের আওতায় তাদের পাঠানো হবে । আরও পড়ুনঃ  ফারুক হত্যা: জামায়াতের সাঈদীসহ ১০৪ আসামির বিচার শুরু এই অভিযান সার্থক হলে, মহাকাশে মানুষ পাঠানো দেশের তালিকায় আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে নাম জুড়বে ভারতেরও। ইত্তেফাক/টিএস