১০০ যুদ্ধজাহাজ তৈরি করল ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

১০০ যুদ্ধজাহাজ তৈরি করল ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

একশোটি যুদ্ধজাহাজ বানিয়ে ফেললো ভারতের গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ভারতের অন্যতম এই জাহাজ বন্দর এবং জাহাজ প্রস্তুতকারী সংস্থা যাত্রা শুরু করেছিল ১৯৬১ সালে। যে সংস্থা একসময় একটি রণতরী এম কে-১ তৈরি করেছিল, সেই সংস্থাই দিনেদিনে ভারতীয় নৌসেনার জন্য ১০০টি জাহাজ বানিয়ে ফেলেছে। খবর কলকাতা 24x7 এর।
আজ সোমবার বিশাখাপত্তনমে যে জাহাজটি জলে নেমেছে, তা ল্যান্ডিং ক্লাস উটিলিটি (এল সি ইউ) নামে পরিচিত। যে আটটি জাহাজ তৈরি হবে তার মধ্যেই এটি ষষ্ঠ। উদ্বোধনে উপস্থিত ছিলেন নৌসেনার ইস্টার্ন কমান্ডার ভাইস এডমিরাল অতুল কুমার জৈন। শেষ ৬ দশক ধরে ভারতীয় নৌসেনা এবং কোস্ট গার্ডের জন্য জাহাজ, ভেসেল তৈরি করছে এই সংস্থা। সাবমেরিন ধ্বংসকারী জাহাজ থেকে শুরু করে ভাসমান ট্যাংক- গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে অনেক কিছুই তৈরি হয়েছে যা ভারতের অন্য কোনো জাহাজ কারখানায় তৈরি হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা