Posts

হিরো আলমের জামিন আবেদন, স্ত্রী ও শ্বশুরকে ভর্ৎসনা

Image
বগুড়ার আলোচিত হিরো আলমের স্ত্রী ও শ্বশুর গত সোমবার তার জামিন আবেদন করেছিলেন। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের স্ত্রী ও তার শ্বশুরকে ভর্ৎসনা করেছেন। আগামী ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন। হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান জানান, মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম আসামি পক্ষের সাথে মীমাংসা করে মামলা চালাবেন না, এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন। বিডি প্রতিদিন/ফারজানা

মহাকাশে ভারত এখন মহাশক্তি, বললেন মোদী

Image
জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হল অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই গৌরব অর্জন করল ভারত। এর ফলে  মহাকাশে র   মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করল ভারত।  লোকসভা নির্বাচনের আগে বুধবার জাতির উদ্দেশে এক বার্তায় এ কথা জানালেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী । এ দিন মোদী জানান, কিছু ক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি। এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইট করে জানান, দেশবাসীর উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে ভাষণ দেবেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে তিনি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। তবে প্রায় আধ ঘণ্টা দেরি করে নিজের ভাষণ ...

কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল? দেশের সুরক্ষায় কেন এটা গুরুত্বপূর্ণ?

Image
মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে চতুর্থ দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারত। বুধবার অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে একটি লো-আর্থ অরবিট কৃত্রিম উপগ্রহকে  ধ্বংস করেছে ভারত। কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল? কী ভাবে কাজ করে এটি? দেখে নেওয়া যাক। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চতুর্থ দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত

Image
৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। ছবি: সংগৃহীত। বিশ্বে চতুর্থ দেশ হিসেবে ভারত মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা অর্জন করলো। দেশটি বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার সময় এমনটি জানিয়েছেন। ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। বুধবার সকালে মাত্র তিন মিনিটে ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ রাষ্ট্র যাদের অ্যান্টি-স্যাটালাইট মিসাইল রয়েছে, জানালেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে ভারত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তারই স্বপ্ন দেখেন তিনি। মোদি তার ভাষণে বলেছেন, ভারতীয়দের কাছে গর্বের বিষয় এটি। তিনি আরো বলেন, আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। এটা দেশের জন্য গর্বের বিষয়। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহাকাশ প্রয়োজন হবে। আমরা নৌ-স্থল এবং বিমানে মতো মহাকাশেও নিজেদের রক্ষা করতে পারি। তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ। ইত্তেফাক/এসআর

ভেনিজুয়েলায় রুশ সেনা উপস্থিতি নিয়ে যা বলল মস্কো

Image
ভেনিজুয়েলায় রুশ বিমান ভেনিজুয়েলায় রুশ সেনা এবং দু’টি বিমান দেশটির সংবিধান মেনে এবং বৈধ ভাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভ।  ভেনিজুয়েলায় রাশিয়া নাক গলাচ্ছে বলে কোনো কোনো খবরে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে মন্তব্য করার জন্য সংবাদ মাধ্যমের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি। শনিবার দেশটিতে রুশ মালামালসহ প্রায় একশ সেনা, আইএল-৬২ এবং  এএন-১২৪ বিমান পাঠিয়েছে রাশিয়া। এ দুই বিমান প্রায় ৩৫টন মালামাল বহন নিয়ে গেছে। ২০০১ সালে কারাকাস এবং মস্কোর মধ্যে সই করা সামরিক-কারিগরি সহযোগিতা চুক্তির আওতায় এ সব রুশ সেনা এবং মালামাল ভেনিজুয়েলায় পাঠানো হয়েছে বলে জানান মারিয়া। দেশটিতে রুশ সেনা পাঠানোর জন্য নতুন করে কোনো অনুমোদন নেয়ার দরকারও নেই। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে মারিয়া বলেন, চুক্তিটি রাশিয়া এবং ভেনিজুয়েলা উভয়পক্ষ এর আগে অনুমোদন করেছে কাজেই এ নিয়ে ভেনিজুয়েলার জাতীয় সংসদের নতুন করে অনুমোদন নেয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি আমেরিকার প্রকাশ্য সমর্থন নিয়ে নিজ...

মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি, ঘোষণা মোদির

Image
মহাকাশে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে জাতির উদ্দেশে বুধবার এক ভাষণে নরেন্দ্র মোদি এই দাবি করেন।  তিনি জানান, মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসেবে আজ আত্মপ্রকাশ করেছে ভারত। তিনি আরও জানান, কিছুক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি। এর আগে সকালে নরেন্দ্র মোদি নিজেই টুইট করে জানান, দেশবাসীর উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে ভাষণ দেবেন তিনি।  টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে তিনি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। এর আধা ঘণ্টা পর নিজের ভাষণ শুরু করেন মোদি।-আনন্দবাজার বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৯/আরাফাত

এক মাস বন্ধ থাকার পর পাকিস্তানে বিমান চলাচল স্বাভাবিক

Image
প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রায় এক মাস পর পাকিস্তানের বিমানবন্দরগুলো স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার থেকে সব ধরনের বিমান চলাচলের জন্য বিমানবন্দরগুলো খুলে দেয়া হয়। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ওপর দিয়ে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর দ্য ডন'র। ডনের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার থেকে সব ধরনের বিমান চলাচলের জন্য পাকিস্তানের বিমানবন্দর খুলে দেয়া হলেও ট্রানজিট বিমান অবতরণের নিষেধাজ্ঞা বহাল আছে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ব্যাংকক, কুয়ালালামপুর ও নয়াদিল্লি থেকে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে। গত ১৪ মার্চ কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের ৪০ সিআরপিএফ সদস্যের প্রাণ হারানোর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন করে খারাপ হতে শুরু করে। এরপর দু'দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে জম্মু-কাশ্মীরের আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিডি প্রতিদিন/এনায়েত করিম