চতুর্থ দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত

৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত। ছবি: সংগৃহীত।
বিশ্বে চতুর্থ দেশ হিসেবে ভারত মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা অর্জন করলো। দেশটি বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার সময় এমনটি জানিয়েছেন।
ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। বুধবার সকালে মাত্র তিন মিনিটে ৩০০ কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত।
আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ রাষ্ট্র যাদের অ্যান্টি-স্যাটালাইট মিসাইল রয়েছে, জানালেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে ভারত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তারই স্বপ্ন দেখেন তিনি।
মোদি তার ভাষণে বলেছেন, ভারতীয়দের কাছে গর্বের বিষয় এটি।
তিনি আরো বলেন, আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। এটা দেশের জন্য গর্বের বিষয়। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহাকাশ প্রয়োজন হবে। আমরা নৌ-স্থল এবং বিমানে মতো মহাকাশেও নিজেদের রক্ষা করতে পারি।
তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।
ইত্তেফাক/এসআর
Comments