এক মাস বন্ধ থাকার পর পাকিস্তানে বিমান চলাচল স্বাভাবিক

এক মাস বন্ধ থাকার পর পাকিস্তানে বিমান চলাচল স্বাভাবিক



প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রায় এক মাস পর পাকিস্তানের বিমানবন্দরগুলো স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার থেকে সব ধরনের বিমান চলাচলের জন্য বিমানবন্দরগুলো খুলে দেয়া হয়।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের ওপর দিয়ে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর দ্য ডন'র।
ডনের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার থেকে সব ধরনের বিমান চলাচলের জন্য পাকিস্তানের বিমানবন্দর খুলে দেয়া হলেও ট্রানজিট বিমান অবতরণের নিষেধাজ্ঞা বহাল আছে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ব্যাংকক, কুয়ালালামপুর ও নয়াদিল্লি থেকে পাকিস্তানে সব ধরনের বিমান চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে।
গত ১৪ মার্চ কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের ৪০ সিআরপিএফ সদস্যের প্রাণ হারানোর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন করে খারাপ হতে শুরু করে। এরপর দু'দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে জম্মু-কাশ্মীরের আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা