মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি, ঘোষণা মোদির

মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি, ঘোষণা মোদির




মহাকাশে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে জাতির উদ্দেশে বুধবার এক ভাষণে নরেন্দ্র মোদি এই দাবি করেন। 
তিনি জানান, মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসেবে আজ আত্মপ্রকাশ করেছে ভারত।
তিনি আরও জানান, কিছুক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।
এর আগে সকালে নরেন্দ্র মোদি নিজেই টুইট করে জানান, দেশবাসীর উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে ভাষণ দেবেন তিনি। 
টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে তিনি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। এর আধা ঘণ্টা পর নিজের ভাষণ শুরু করেন মোদি।-আনন্দবাজার
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা