Posts

মায়ের অনুরোধে সন্তানকে নিতে ফিরলো বিমান

Image
প্রতীকী ছবি শিশুকে সঙ্গে নিতে ভুলে গেলেন মা। এর মধ্যেই গন্তব্যে যেতে উড়াল দিয়েছে বিমান। মাঝপথে দেখলেন বিমানবন্দরে রেখে এসেছেন নিজের সন্তানকে। তখনই বিমান ক্রুকে জানালেন একথা। পাইলট জানতে পেরে মাঝপথ থেকে ফিরে শিশুকে নিয়ে তবেই গেলেন গন্তব্যে। এমন ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে মালয়েশিয়াগামী একটি বিমানে। ওই নারীর অনুরোধে কুয়ালালামপুরের পথে থাকা বিমানটি ফের জেদ্দাহর কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফিরে। সেখান থেকে ফেলে রাখা শিশুকে নিয়ে যান কুয়ালামপুরে। এক ভিডিওতে দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে পাইলট অস্বাভাবিক কথা বলছেন। কথোপকথনে তিনি ফের কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফেরার অনুমতি চান। পাইলট বলেন, আল্লাহ আমাদের সহায় হোন। আমরা কি পুনরায় ফিরতে পারি। এমন কথোপকথন ট্রাফিক কন্ট্রোলারদের কাছে অস্বাভাবিক মনে হয়। তখন তিনি পাইলটের কাছে এর কারণ জানতে চান। জবাবে পাইলট বলেন, এই ফ্লাইটটিকে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। একজন যাত্রী তার শিশু সন্তানকে ভুলে রেখে এসেছেন। ট্রাফিক অপারেটর প্রথমে অনুমতি দিতে রাজি হননি। পরে ফের অপারেটর জানান, ঠিক আছে, তুমি ফেরত যেতে পার। আরও পড়ুন:  নুরকে ব...

আরও বেশি অস্ত্র আনছে বাংলাদেশ

Image
বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৫। ছবি: সংগৃহীত। বিগত কয়েক বছরে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়িয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ২৫ তম। এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১১। বাংলাদেশের পরে অবস্থান রয়েছে কানাডার (২৬)। এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ অস্ত্র আমদানি করেছে ১.২%। যা (২০০৯-২০১৩)-তে ছিল ১%। অন্যদিকে অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%। এরপরের অবস্থান গুলোতে আছে মিশর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম। আরো পড়ুন:...

সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

Image
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। চলছে পাল্টাপাল্টি হুঙ্কার ও অভিযোগ। এরই মধ্যে সন্ত্রাসবাদকে সমর্থন ও আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে আবারও অভিযুক্ত করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ লিওনার্দো ভোটেল। সেই সঙ্গে তিনি পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের গোপন ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়ারও আহ্বান জানান। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজ পাকিস্তানের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ লিওনার্দো ভোটেল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার অভিযোগ তুললেন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বহুবার আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও হস্তক্ষেপের জন্য পাকিস্তানকে অভিযোগ করেছেন। তবে পাকিস্তান সরকার আমেরিকার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। সূত্র: পার্স টুডে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

কাশ্মীরে আবারও গোলাগুলি, নিহত ৩

Image
কাশ্মীরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে এই গোলাগুলি শুরু হয়। জানা গেছে, রবিবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে তিন জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনারা। পরে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান চালায়। জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরা। রাতভর চলা গুলির লড়াইয় নিহত হয় তিন জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই রয়েছে বলে জানা গেছে। তিনি ত্রাল এলাকার মির মহল্লার স্থানীয় বাসিন্দা ছিলেন। পেশায় ছিলেন ইলেকট্রিশিয়ান। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতী সেনাবহরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে অন্তত ৪০ জন ভারতীয় সিআরপিএফ সদস্য নিহত হন। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে ওই উপত্যকায়। বিডি প্রতিদিন/কালাম

ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের ব্ল্যাক বক্স উদ্ধার

Image
বিধ্বস্তের পর ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের ভগ্নাবশেষ। ছবি: সংগৃহীত উদ্ধার করা হলো বিধ্বস্ত হওয়া নাইরোবিগামী ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি-৩০২ বিমানের দুইটি ব্ল্যাক বক্সই। সোমবার (১১ মার্চ) তদন্তকারী দল বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটির ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) দুটি উদ্ধার করে। ইথিয়োপিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান তাদের এক টুইট বার্তায় জানায়, 'সোমবার ফ্লাইট ইটি-৩০২ বিমানের দুটি ব্ল্যাক বক্স, ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করতে সক্ষম হয়েছে তদন্তকারী দল'। এর আগে গত রবিবার (১০ মার্চ) নাইরোবিগামী ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমান ইটি-৩০২ আকাশে উড়ার মাত্র ছয় মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এতে ৮ বিমানকর্মীসহ মোট ১৫৭ জন আরোহীর সবাই নিহত হন। আরও পড়ুন:   মাত্র দুই মিনিটের দেরিতেই প্রাণে বাঁচলেন ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের এই যাত্রী এদিকে গত বছরের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় আরেকটি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান। এরপর আবারও বোয়িংয়ের একই মডেলের বিমানের এই দুর্ঘটনার ফলে...

উড্ডয়নের পরই বিমানটি নিয়ে ফেরত আসতে চেয়েছিল পাইলট

Image
সংগৃহীত ছবি ১৫৭ জন আরোহী নিয়ে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমান আরোহীদের সবাই মারা যায়। নিহতদের মধ্যে চীনসহ ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিল বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রাপ্ত খবর অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রবিবার সকাল পৌনে ৯টার দিকে আদ্দিস আবাবার ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের কাছে ইটি ৩০২ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এটি বোয়িং ৭৩৭-৮০ ম্যাক্স বিমান ছিল।  সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি। এর কয়েক মিনিট পরই (৮টা ৪৪ মিনিট) নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন কেবিন ক্রু ছিলেন।  এক বিবৃতিতে ইথিওপীয় এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি বিধ্বস্তের আগে উড্ডয়নের পরই ফেরত আসতে চেয়েছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেই পাইলটকে ফেরত আসার অনুমতি দেওয়া হয়েছিলো দুর্ঘটনার পর এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও তৌলদে গ্যাব্রিমারিয়াম জান...

মাত্র দুই মিনিটের দেরিতেই প্রাণে বাঁচলেন ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের এই যাত্রী

Image
গ্রিক নাগরিক আন্তোনিস মাভরোপুলস । ছবি: ফেসবুক থেকে মাত্র দুই মিনিটের দেরি হওয়ায় প্রাণে বেঁচে গেলেন আন্তোনিস মাভরোপুলস নামের এক গ্রিক নাগরিক। রবিবার (১০ মার্চ) নাইরোবিগামী ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমান ইটি-৩০২ আকাশে উড়ার মাত্র ছয় মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এতে নিহত হন ৮ বিমানকর্মীসহ মোট ১৫৭ জন। তবে আন্তোনিসই ওই ফ্লাইটের একমাত্র যাত্রী যিনি সৌভাগ্যক্রমে মাত্র দুই মিনিটের জন্য ফ্লাইটটি মিস করেন। ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রেসিডেন্ট আন্তোনিস জানান, 'রবিবার রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত বার্ষিক সম্মেলনে যোগ দিতে নাইরোবিতে যাওয়ার কথা ছিল আমার। এজন্য ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই। তবে সেখানে পৌঁছতে মাত্র মিনিট দুয়েক দেরি হওয়ায় ফ্লাইট ধরতে পারি নি আমি'। সময় মতো উপস্থিত হয়ে ফ্লাইট ধরতে না পেরে রেগে যান আন্তোনিস। এ সময়ের অনুভূতি জানিয়ে তিনি লিখেন, 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম। কারণ, কেউ আমাকে সময় মতো গেটে পৌঁছতে সাহায্য করেননি'। আগের নির্ধারিত ফ্লাইটে উঠতে না পারায় ওই উড়া...