সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবাদ ইস্যুতে আবারও পাকিস্তানকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র



কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। চলছে পাল্টাপাল্টি হুঙ্কার ও অভিযোগ। এরই মধ্যে সন্ত্রাসবাদকে সমর্থন ও আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে আবারও অভিযুক্ত করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ লিওনার্দো ভোটেল।
সেই সঙ্গে তিনি পাকিস্তানের মাটিতে সন্ত্রাসীদের গোপন ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়ারও আহ্বান জানান।
পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে হোয়াইট হাউজ পাকিস্তানের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে তারই অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ লিওনার্দো ভোটেল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার অভিযোগ তুললেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বহুবার আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও হস্তক্ষেপের জন্য পাকিস্তানকে অভিযোগ করেছেন। তবে পাকিস্তান সরকার আমেরিকার এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।
সূত্র: পার্স টুডে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা