উড্ডয়নের পরই বিমানটি নিয়ে ফেরত আসতে চেয়েছিল পাইলট

উড্ডয়নের পরই বিমানটি নিয়ে ফেরত আসতে চেয়েছিল পাইলট
সংগৃহীত ছবি



১৫৭ জন আরোহী নিয়ে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমান আরোহীদের সবাই মারা যায়। নিহতদের মধ্যে চীনসহ ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিল বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
প্রাপ্ত খবর অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রবিবার সকাল পৌনে ৯টার দিকে আদ্দিস আবাবার ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফটু শহরের কাছে ইটি ৩০২ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এটি বোয়িং ৭৩৭-৮০ ম্যাক্স বিমান ছিল। 
সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি। এর কয়েক মিনিট পরই (৮টা ৪৪ মিনিট) নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন কেবিন ক্রু ছিলেন। 
এক বিবৃতিতে ইথিওপীয় এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি বিধ্বস্তের আগে উড্ডয়নের পরই ফেরত আসতে চেয়েছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেই পাইলটকে ফেরত আসার অনুমতি দেওয়া হয়েছিলো
দুর্ঘটনার পর এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিইও তৌলদে গ্যাব্রিমারিয়াম জানান, প্লেনটিতে ৩৩টি দেশের নাগরিক ছিলেন। এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা