Posts

সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি দেড় হাজার কোটি ডলারের বিনিময়ে সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত একটি চুক্তি ইতোমধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে। সেইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে। আঞ্চলিক হুমকি মোকাবিলায় সৌদি আরব এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে বলে জানা গেছে।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রে জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে। মার্কিন সেই মুখপাত্র আরও বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবিলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

পৃথিবী পর্যবেক্ষণকারী শক্তিশালী উপগ্রহ উৎক্ষেপণ ভারতের

Image
সংগৃহীত ছবি পৃথিবী পর্যবেক্ষণকারী শক্তিশালী উপগ্রহ এইচওয়াইএসআইএস উৎক্ষেপণ করল ভারত। পাশাপাশি পিএসএলভি-সি৪৩ রকেটে চাপিয়ে ৩০টি উপগ্রহও উৎক্ষেপণ করা হয়।  বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সাতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।‌ ৩৮০ কেজির এইচওয়াইএসআইএস হল উন্নতমানের উপগ্রহ, যা পৃথিবীর ওপর নজরদারি চালাবে।  ১১২ মিনিটের অভিযানে 'এইচওয়াইএসআইএস'কে সূর্যের সমান্তরাল মেরু কক্ষপথে বসিয়েছে পিএসএলভি-সি৪৩। পাশাপাশি ৮টি দেশের একটি মাইক্রো এবং ২৯টি ন্যানো উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের মিলিত ওজন ২৬১.‌১ কেজি।  এর মধ্যে ২৩টি উপগ্রহ যুক্তরাষ্ট্রের। ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া এবং স্পেনের উপগ্রহ। এছাড়া কানাডা, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের উপগ্রহও রয়েছে। ‌‌  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

বগুড়া-৪ স্বতন্ত্র প্রার্থী হিরো আলম

Image
                   স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নির্বাচনে অনেকের কাছেই টাকা ফ্যাক্ট আর আমার কাছে ব্যক্তি ফ্যাক্ট। আমি আর্থিকভাবে মোটেও অন্য আর ১০ জনের মতো সক্ষম নই, কিন্তু ভালোবাসা অর্জনে আমি পরিপূর্ণ। আর নির্বাচনে এটিই আমার শক্তি। জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। জনগণের সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচনকে বেছে নিয়েছি— বললেন হিরো আলম। বগুড়া-৪ আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টির হয়ে। তিনি জানান, প্রথম থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আছে। কিন্তু নির্বাচনী নানা কৌশলের কারণে বার বার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সে হিসেবে আমার মনোনয়ন পাওয়ার  বিষয়ে কিছুটা রিস্ক থেকে যায়। আমি সে রিস্কে যাব না। জনগণের সেবায় নিজেকে জনপ্রতিনিধি হিসেবে দেখাতে নির্বাচনে মনোনয়ন পাওয়াটা আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছি। হিরো আলম আরও জানান, আমি মনে করি আজ আমি হিরো আলম। আমার ...

বৃটেনের নোটে জায়গা পেতে যাচ্ছে বাঙালি বিজ্ঞানীর ছবি

Image
বিলেতের নোটে এবার স্থান পেতে পারে বাঙালির ছবি! ৫০ পাউন্ডের নোট উজ্জ্বল করে থাকতে পারেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। ব্যাংক অব ইংল্যান্ডের নতুন ৫০ পাউন্ডের নোট চালু করার আগে এমন প্রস্তাবই উঠেছে। ইংল্যান্ডের বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন কোনও ব্যক্তির ছবিই ব্যবহার করা হবে এই নোটে। কিন্তু কার ছবি? এজন্য চলছে মনোনয়নের পালা। তবে মনোনীত ব্যক্তি কোনও কাল্পনিক চরিত্র হলে চলবে না, জীবিত হলেও তার নাম মনোনয়নের জন্য পাঠানো যাবে না। ২ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সেই তালিকাতেই উঠে এসেছে আচার্য জগদীশচন্দ্র বসুর নাম। তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে তার কাজ দুনিয়াজুড়ে আজ স্বীকৃত। শুধু জগদীশচন্দ্র বসুই নয়, প্রাথমিক এই মনোনয়নে স্থান পেয়েছেন পেয়েছেন আরও এক ভারতীয় বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন। এছাড়া রোনাল্ড রস, স্টিফেন হকিং প্রমুখ খ্যাতনামা বিজ্ঞানীরাও রয়েছেন এই তালিকায়। এই তালিকায় থেকেই চূড়ান্ত নাম নির্বাচন করা হবে। বিডি প্রতিদিন/কালাম

মিজোরামে চলছে বিধানসভার ভোট

Image
মিজোরাম রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটারেরা। মিজোরাম, ২৮ নভেম্বর। ছবি: প্রথম আলো ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র কংগ্রেসশাসিত মিজোরাম রাজ্যে আজ বুধবার সকালে শুরু হয়েছে ভোট গ্রহণ। ৪০ সদস্যের রাজ্য বিধানসভার সদস্য বেছে নিতে ভোট দেবেন ৭ লাখ ৬৮ হাজার মানুষ। প্রার্থীর সংখ্যা ২০৯। কংগ্রেস, বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছে বিভিন্ন আঞ্চলিক দল। কংগ্রেস দুর্গ টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী বর্তমান মুখ্যমন্ত্রী লাল থানহাওলা। এমনকি, অ-বিজেপি সরকার গঠনে নিজের আগ্রহের কথা আজ সাংবাদিকদের সামনে প্রকাশ করেন তিনি। কিন্তু ভারতের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, মিজোরাম হারাতে চলেছে কংগ্রেস। আঞ্চলিক দলই রাজ্যটির ক্ষমতায় আসতে পারে। খ্রিষ্টান অধ্যুষিত রাজ্যটিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের ঐতিহ্য রয়েছে। তবে এবারের ভোটে ধর্মীয় বিভাজন বেশ স্পষ্ট। অনলাইন সংবাদমাধ্যমে ইনসাইডএনই জানিয়েছে, এবারের ভোটকে ‘ত্রিশূল বনাম ক্রস’ হিসেবে দেখতে বলেছে স্থানীয় গির্জাগুলো। অর্থাৎ হিন্দুত্ব বনাম খ্রিষ্টধর্ম। শুধু তাই নয়, খ্রিষ্টধর্মে আঘাত লাগে এমন কোনো কাজ ভোটারদের করতে নিষেধ করা হয় গির্জাগুলোর তরফ থে...

‘খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই’

Image
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, জামাল খাশোগি হত্যার আদেশ যুবরাজ দিয়েছেন, এ ধরনের কোনো সরাসরি প্রমাণ নেই। এই হত্যাকাণ্ডের ঘটনা যুবরাজ অন্তত জানতেন সিআই প্রধান গিনা হাসপেলের এমন মন্তব্যের পরপরই পম্পেও এ কথা বললেন। যুক্তরাষ্ট্রের সিনেটরদের উদ্দেশে বুধবার পম্পেও বলেন, অক্টোবরে খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক ক্যাপিটল হিল ও মিডিয়াকে ব্যবহার করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মিত্রদের নিরাপত্তার জন্য এটি বড় একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হ্রাস, ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইএস দমনে সৌদি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র বলেও উল্লেখ করেন পম্পেও। অপরদিকে প্রতিপরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেন, খাশোগি হত্যায় জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে নিরাপত্তা স্বার্থকে বাদ দেয়া ঠিক হবে না। উল্লেখ্য, সৌদি যুবরাজের কঠোর সমালোচক জামাল খাসোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট অফিসে গেলে সেখানে তাকে হত্যা করা হয়। বিডি প্রতিদিন/কালাম

কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর

Image
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গত ২৩ নভেম্বর সায়িদ আলী শাহ গিলানির বাসভবনে স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।  খবর আলজাজিরার। পরে পাকিস্তানশাসিত কাশ্মীরেও বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘদিন নরওয়ের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বন্ডেভিক। এর আগে শ্রীলংকায় গৃহযুদ্ধের সময় সরকার ও তামিল যোদ্ধাদের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছেন বন্ডেভিক। তবে দিল্লির নরওয়ে দূতাবাস দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরোধপূর্ণ কাশ্মীর সফরের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক নরওয়েভিত্তিক ওসলো সেন্টারের নির্বাহী চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ‘শান্তি ও মানবাধিকার সমুন্নত রাখায়’ কাজ করে থাকে। সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাপন্থী সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে ভারত। গত এক দশকের মধ্যে চলতি বছরেই সেখানে সর্বোচ্চসংখ্যক স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শু...