মিজোরামে চলছে বিধানসভার ভোট
- Get link
- X
- Other Apps
ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র কংগ্রেসশাসিত মিজোরাম রাজ্যে আজ বুধবার সকালে শুরু হয়েছে ভোট গ্রহণ। ৪০ সদস্যের রাজ্য বিধানসভার সদস্য বেছে নিতে ভোট দেবেন ৭ লাখ ৬৮ হাজার মানুষ। প্রার্থীর সংখ্যা ২০৯। কংগ্রেস, বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছে বিভিন্ন আঞ্চলিক দল।
কংগ্রেস দুর্গ টিকিয়ে রাখার বিষয়ে আশাবাদী বর্তমান মুখ্যমন্ত্রী লাল থানহাওলা। এমনকি, অ-বিজেপি সরকার গঠনে নিজের আগ্রহের কথা আজ সাংবাদিকদের সামনে প্রকাশ করেন তিনি।
কিন্তু ভারতের বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, মিজোরাম হারাতে চলেছে কংগ্রেস। আঞ্চলিক দলই রাজ্যটির ক্ষমতায় আসতে পারে।
খ্রিষ্টান অধ্যুষিত রাজ্যটিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের ঐতিহ্য রয়েছে। তবে এবারের ভোটে ধর্মীয় বিভাজন বেশ স্পষ্ট। অনলাইন সংবাদমাধ্যমে ইনসাইডএনই জানিয়েছে, এবারের ভোটকে ‘ত্রিশূল বনাম ক্রস’ হিসেবে দেখতে বলেছে স্থানীয় গির্জাগুলো। অর্থাৎ হিন্দুত্ব বনাম খ্রিষ্টধর্ম। শুধু তাই নয়, খ্রিষ্টধর্মে আঘাত লাগে এমন কোনো কাজ ভোটারদের করতে নিষেধ করা হয় গির্জাগুলোর তরফ থেকে। বিজেপিবিরোধী এই প্রচারই ভরসা কংগ্রেস শিবিরের। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সকালে মিজোরামের যুব সম্প্রদায়কে বেশি করে ভোটদানের জন্য আবেদন করেন।
সকাল থেকেই রাজ্যের ৮ জেলার ১ হাজার ১৬৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। রাজ্যের ৭ লাখ ৬৮ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৯৩ হাজারই নারী। তবে নারী প্রার্থীর সংখ্যা কম। ২০৯ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ছয়জন। ভোট গণনা ১১ ডিসেম্বর।
মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক আশিস কুন্দ্রা সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণভাবে চলছে। রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

- Get link
- X
- Other Apps
Comments