‘খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই’

‘খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই’
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তিনি বলেন, জামাল খাশোগি হত্যার আদেশ যুবরাজ দিয়েছেন, এ ধরনের কোনো সরাসরি প্রমাণ নেই।
এই হত্যাকাণ্ডের ঘটনা যুবরাজ অন্তত জানতেন সিআই প্রধান গিনা হাসপেলের এমন মন্তব্যের পরপরই পম্পেও এ কথা বললেন।
যুক্তরাষ্ট্রের সিনেটরদের উদ্দেশে বুধবার পম্পেও বলেন, অক্টোবরে খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক ক্যাপিটল হিল ও মিডিয়াকে ব্যবহার করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মিত্রদের নিরাপত্তার জন্য এটি বড় একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হ্রাস, ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইএস দমনে সৌদি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র বলেও উল্লেখ করেন পম্পেও।
অপরদিকে প্রতিপরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস বলেন, খাশোগি হত্যায় জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে নিরাপত্তা স্বার্থকে বাদ দেয়া ঠিক হবে না।
উল্লেখ্য, সৌদি যুবরাজের কঠোর সমালোচক জামাল খাসোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট অফিসে গেলে সেখানে তাকে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা