Posts

মোদিকে ‘চোর’ বলায় কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চোর বলায় দেশটির উত্তর প্রদেশে কংগ্রেস নেত্রী ও সাবেক অভিনেত্রী দিব্যা স্পন্দনার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। তবে পুলিশ মামলা নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর টুইটারে মোদিকে আবারও চোর বলেছেন ওই কংগ্রেস নেত্রী। গেল ২৪ সেপ্টেম্বর টুইটারে একটি এডিট করা ছবি পোস্ট করেন স্পন্দনা। এতে দেখা যায় মোদি তার নিজের মূর্তির কপালে ‘চোর’ শব্দটি লিখছেন। স্পন্দনার টুইটের সমালোচনা করেন অনেক বিজেপি সমর্থক। শেষমেষ উত্তর প্রদেশে লখনো পুলিশ স্টেশনে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে মামলা ঠুকে দেন আইনজীবী সৈয়দ রেজওয়ান আহমেদ। লখনোর পুলিশ জানায়, ‘বিদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট করার অভিযোগে স্পন্দনার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ফৌজদারি আইনের ধারায় মামলা নেয়া হয়েছে।’ এর একদিন পর রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও মোদিকে চোর বলে অভিহিত করেন। ইত্তেফাক/টিএস

ইরানে সরকার পরিবর্তনের আহবান সৌদি-আমিরাত-ইসরাইলের

Image
ইরানে সরকার পরিবর্তনের আহবান জোরদার করতে কাঁধে কাঁধ মিলিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল। এই তিন দেশের শীর্ষ কর্মকর্তারা নিউ ইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক বৈঠকে ইরানে সরকার পরিবর্তনের আহবান জানান।     নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ‘ইউনাইটেড এগেইন্সট নিউক্লিয়ার ইরান’ শীর্ষক এক বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর,  ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-ওতাইবা এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক যোশি কোহেন অংশ নেন। ইরান সরকার নিজ ইচ্ছায় পরিবর্তিত হবে না এমনটা বলে, দেশটিতে সরকার পরিবর্তনের আহবান জানান আল-জুবেইর। তিনি বলেন, আভ্যন্তরীণ চাপ অত্যধিক বেশি না হলে, আমার মনে হয় না তারা খোলস ছেড়ে বেরোবে। তিনি আরো বলেন, আমরা এমন একটি রাষ্ট্রের সঙ্গে কিভাবে আলোচনায় যাবো, যে রাষ্ট্র আমাদের হত্যা করতে চায়।  উল্লেখ্য, চলতি বছরে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি ও আমিরাত। -আল ...

বাংলাদেশ রপ্তানি বন্ধ করে দেয়ায় ত্রিপুরায় মাছের তীব্র সংকট

Image
চাঁদা দাবিকে কেন্দ্র করে বাংলাদেশি ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ করে দেয়ায় তীব্র মাছ সংকটে নাকাল ভারতের ত্রিপুরাবাসী। কয়েকগুণ দাম দিয়েও মাছ মিলছে না বাজারে। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কাস্টমস কর্মকর্তা পিটিআইকে জানান, সেপ্টেম্বরের ৪ তারিখে ১০ হাজার কেজি মাছের একটি চালান হস্তান্তরের সময় তল্লা (চাঁদা)  দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। এ নিয়ে বচসার জেরে কয়েকদিন পড়ে থেকে মাছগুলো পঁচে যায়। এর জেরে বাংলাদেশি ব্যবসায়ীরা ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ করে দেন। বাংলাদেশের ব্যবসায়ীরা বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে লিখিত আশ্বাস না পেলে তারা মাছ রপ্তানি চালু করবেন না। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বৈঠক হয় ১৭ সেপ্টেম্বর। সেখানে পঁচে যাওয়া মাছের ক্ষতিপূরণ কিভাবে দেয়া হবে তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারে সংশ্লিষ্টরা। তাই রপ্তানি শুরু করা যায়নি। ইত্তেফাক/টিএস

ইরানের পরিণতি হবে নরকের শাস্তি : যুক্তরাষ্ট্র

Image
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান সীমা লঙ্ঘন করলে তাকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।  নিউইয়র্কে ইরান বিরোধী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন জন বোল্টন। তিনি আরও বলেন, ‘তোমরা যদি আমাদের মিত্রদের অথবা আমাদের সহযোগীদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো অথবা আমাদের নাগরিকদের ক্ষতি করো, তবে তার পরিণতি হবে নরকের শাস্তি।’ জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্য ও পাল্টা বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই বোল্টন এ ধরনের মন্তব্য করলেন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা, মৃুত্যু ও ধ্বংসের বীজ বপনের অভিযোগ আনেন। অন্যদিকে রুহানি ট্রাম্প প্রশাসনের বৈরিতাপূর্ণ কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সাথে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি বাতিল ও দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। ওই চুক্তিতে অবরোধ তুলে নেয়ার বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার কথা বলা হয়েছিল। বোল্টনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ইরান যদি মিথ্যা, প্রতারণা ও শঠতা অব্যাহত রাখে ...

যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য : রুহানি

Image
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের সঠিক অবস্থান ও যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিষয়টি এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম সম্মেলনে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর এটিই হচ্ছে এবারের সম্মেলনের সবচেয়ে বড় অর্জন।  বিশ্বের গণমাধ্যম ও সম্মেলনে উপস্থিত নেতাদের বক্তব্য-বিবৃতিতেও এই বিষয়টি বারবার ওঠে এসেছে।  বৃহস্পতিবার তেহরানে পৌঁছার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রুহানি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন-কানুন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তোয়াক্কা না করে একপেশে নীতি অনুসরণ করছে। একথা শুধু আমরা বলছি না, অন্যরাও নানাভাবে একই কথা বলছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, এবারের সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর সঙ্গে আমেরিকার আচরণ এবং ইরানের পরমাণু সমঝোতাসহ বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়া বা সেগুলো লঙ্ঘন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চলতি সম্মেলন থেকে আমেরিকার কোনো অর্জন নেই বলে তিনি জানান। ড. রুহানি বলেন, মার্কিন গণমাধ্যমই বলছে জাতিসংঘে ট্রাম্পের ভাষণ গোটা মার্কিন জাতির জন্য অপমানকর। এ কারণে বলা যায়, ও...

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া হুশিয়ারি

Image
ইউরোপের দেশ পোল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এ সামরিক ঘাঁটি স্থাপনের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো বলেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি নির্মাণের মার্কিন প্রচেষ্টা ইউরোপের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। সেই সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে সেনা মোতায়েন না করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে মস্কোর যে চুক্তি রয়েছে পোল্যান্ডে ঘাঁটি স্থাপন করলে তাও লঙ্ঘিত হবে। আর এটি বাস্তবায়ন হলে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতভাবে বিঘ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক বৈঠক শেষে বলেছেন, পোল্যান্ডে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন। বিডি-প্রতিদিন/ ই-জাহান

মধ্যপ্রাচ্যের তিন দেশ থেকে মিসাইল সিস্টেম সরাবে যুক্তরাষ্ট্র

Image
মধ্যপ্রাচ্যের তিনটি দেশ থেকে বিমানবিধ্বংসী মিসাইল সিস্টেম সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আগামী মাসে কুয়েত থেকে দুইটি এবং জর্ডান ও বাহরাইন থেকে একটি করে প্যাট্রিয়টিক মিসাইল সিস্টেম প্রত্যাহার করে নেওয়া হবে। মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আগের চেয়ে যখন বেড়েছে তখনই এই খবর জানা গেল। -রয়টার্স  ইত্তেফাক/আরকেজি