যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য : রুহানি

যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য : রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের সঠিক অবস্থান ও যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিষয়টি এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম সম্মেলনে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর এটিই হচ্ছে এবারের সম্মেলনের সবচেয়ে বড় অর্জন। 
বিশ্বের গণমাধ্যম ও সম্মেলনে উপস্থিত নেতাদের বক্তব্য-বিবৃতিতেও এই বিষয়টি বারবার ওঠে এসেছে। 
বৃহস্পতিবার তেহরানে পৌঁছার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুহানি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন-কানুন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তোয়াক্কা না করে একপেশে নীতি অনুসরণ করছে। একথা শুধু আমরা বলছি না, অন্যরাও নানাভাবে একই কথা বলছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এবারের সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর সঙ্গে আমেরিকার আচরণ এবং ইরানের পরমাণু সমঝোতাসহ বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়া বা সেগুলো লঙ্ঘন করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চলতি সম্মেলন থেকে আমেরিকার কোনো অর্জন নেই বলে তিনি জানান।
ড. রুহানি বলেন, মার্কিন গণমাধ্যমই বলছে জাতিসংঘে ট্রাম্পের ভাষণ গোটা মার্কিন জাতির জন্য অপমানকর। এ কারণে বলা যায়, ওয়াশিংটন কিছুই অর্জন করতে পারে নি।
তিনি বলেন, আমরা গোটা বিশ্বের সামনে আমাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। বলেছি, আমরা আন্তর্জাতিক আইন মেনে চললেও আমেরিকা তা লঙ্ঘন করে চলেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশে ফিরে আসার পর তেহরানে বিমান বন্দরে প্রেসিডেন্ট হাসান রুহানিকে স্বাগত জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা