বাংলাদেশ রপ্তানি বন্ধ করে দেয়ায় ত্রিপুরায় মাছের তীব্র সংকট

বাংলাদেশ রপ্তানি বন্ধ করে দেয়ায় ত্রিপুরায় মাছের তীব্র সংকট
চাঁদা দাবিকে কেন্দ্র করে বাংলাদেশি ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ করে দেয়ায় তীব্র মাছ সংকটে নাকাল ভারতের ত্রিপুরাবাসী। কয়েকগুণ দাম দিয়েও মাছ মিলছে না বাজারে। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কাস্টমস কর্মকর্তা পিটিআইকে জানান, সেপ্টেম্বরের ৪ তারিখে ১০ হাজার কেজি মাছের একটি চালান হস্তান্তরের সময় তল্লা (চাঁদা)  দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। এ নিয়ে বচসার জেরে কয়েকদিন পড়ে থেকে মাছগুলো পঁচে যায়। এর জেরে বাংলাদেশি ব্যবসায়ীরা ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ করে দেন।
বাংলাদেশের ব্যবসায়ীরা বলেছেন ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে লিখিত আশ্বাস না পেলে তারা মাছ রপ্তানি চালু করবেন না।
বিষয়টি নিয়ে উভয় পক্ষের বৈঠক হয় ১৭ সেপ্টেম্বর। সেখানে পঁচে যাওয়া মাছের ক্ষতিপূরণ কিভাবে দেয়া হবে তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারে সংশ্লিষ্টরা। তাই রপ্তানি শুরু করা যায়নি।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা