Posts

যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ সম্মেলনে নিরাপত্তা চুক্তি নিয়ে সংশয়

Image
আগামী ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘টু প্লাস টু’ সম্মেলন হচ্ছে। এই প্রথম দুই দেশের মধ্যে এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে সম্মেলনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহায়তা চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাবশালী ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ‘টু প্লাস টু’ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সম্মেলন উপলক্ষ্যে একদিন আগেই নয়াদিল্লি পৌছাবেন পম্পেও এবং ম্যাটিস। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট’ (কমকাসা নামে পরিচিত) হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু ‘টু প্লাস টু’ সম্মেলনে সেই চুক্তি হচ্ছে না বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কাজ চলছে। একটা ঘোষণার আশা করা হচ্ছে। উভয় দেশের আইনজীবীরা খসড়া তৈরি করছে। এক সপ্তাহ আগে সেখানে কিছু সংযোজন করা হয়েছে। আরেক কর্...

ভারত-আমেরিকা নতুন সামরিক চুক্তি

Image
আমেরিকা থেকে ড্রোন কিনছে ভারত। এছাড়াও ভারত-আমেরিকা নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে- এমনটাই জানিয়েছে ভারত। খবর রয়টার্সের। রয়টার্সের ওই খবরে বলা হয়, ভারত ও আমেরিকা সামরিক খাতে নতুন করে অনেকগুলো চুক্তি করতে যাচ্ছে। ভারত আমেরিকা থেকে অস্ত্র ও ড্রোন কিনবে। এছাড়া ভারত আমেরিকা একে অপরের স্যাটেলাইট তথ্য আদান প্রদান করবে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়, দুই দেশের মধ্যে নতুন করে এ সামরিক চুক্তি বাস্তবায়ন হলে আমাদের সম্পর্ক অনেক উন্নত হবে। দুই দেশের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করতে আগামী বৃহস্পতিবার দুই দেশ আলোচনায় বসতে যাচ্ছে। ইত্তেফাক/এস আর/নূহু

বস নিজের মেয়ে, স্যালুট গর্বিত বাবার

Image
তিরিশ বছরেরও বেশি সময় ধরে পুলিশে কাজ করছেন বাবা। আর মেয়ে পুলিশে এসেছেন সবে চার বছর। কিন্তু রবিবার মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে। ঘটনাটি ভারতের তেলঙ্গানার। ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার। সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করা বাবা এ আর উমামহেশ্বরা শর্মা তেলঙ্গানা পুলিশের ডেপুটি কমিশনার। আর ২০১৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা মেয়ে সিন্ধু শর্মা এখন তেলঙ্গানার জাগতিয়াল জেলার এসপি। পদমর্যাদায় বাবার চেয়ে অনেকটাই এগিয়ে। দু’জনেই পুলিশ বাহিনীতে থাকলেও কখনও মুখোমুখি হননি। রবিবার হায়দরাবাদের কাছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সভায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনেই। সেখানেই প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করেন বাবা। ঘটনার পর জানিয়েছেন বাবা উমামহেশ্বরা শর্মা বলেন, ‘এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। এক সঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’ টিআরএসের সভায় মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেয়ে সিন্ধু শর্মা। সভা শেষে...

হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার মৃত্যু

Image
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে লড়াইরত আফগান গেরিলা গোষ্ঠী হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন।  আফগান তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ দিন অসুস্থতার পর জালালুদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে। জালালুদ্দিন হাক্কানি আফগানিস্তানে একজন আলোচিত জঙ্গি নেতা ছিলেন। তালেবান ও আল কায়েদার সাথে তার দহরম-মহরম ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আফগান ও ন্যাটো বাহিনীর ওপর বহু সুসংগঠিত হামলার পেছনে ছিল হাক্কানি নেটওয়ার্ক। ধারণা করা হয়, জালালুদ্দিন হাক্কানির ছেলে ২০০১ সাল থেকে হাক্কানি জঙ্গি গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জালালুদ্দিন হাক্কানি ঠিক কোথায়, কখন মারা গেছেন সে বিষয়ে আফগান তালেবানের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘যৌবনকালে ও স্বাস্থ্য ভালো থাকার সময় তিনি (জালালুদ্দিন হাক্কানি) আল্লাহর ধর্মের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন। গত কয়েক বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।’ উল্লেখ্য, জালালুদ্দিন হাক্কানির মৃত্যু নিয়ে এর আগে বহু গুজব ছড়ায়। ২০১৫ সালে এক আফগান তালেবান নেতা দাবি করেন যে, জালালুদ্দিন কমপক্ষে এক বছর আগে মারা গেছেন। তবে তা...

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু

Image
বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) আজ মঙ্গলবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। বিকেলে প্রথম ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেপাল।  বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এ সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব।’ অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান। এর আগে, এ উপলক্ষে বিএস-১ এর তদারকি সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। মঙ্গলবার শুরু হওয়া ১২তম এ সাফ চ্যাম্পিয়নশিপ দ্বিবার্ষিক আন্তর্জাতিক প...

বন্যার পানিতে ভেসে উঠল অলৌকিক হাত!

Image
ভারতের কেরালা রাজ্যে কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ভেসে গেছে বাড়ি-ঘর। সব হারিয়েও সর্বশান্ত এখন স্থানীয় বাসিন্দারা। বন্যার পানি সরে আস্তে আস্তে জেগে উঠছিল ভূমি; তখনই দেখা গেল এক অলৌকিক হাত। অলৌকিক এই হাতটি দেখেই ক্ষতিগ্রস্তরা বিশ্বাস করছেন, এ যেন সৃষ্টিকর্তার হাত। তারা বলছেন, আক্ষরিক অর্থেই তারা সৃষ্টিকর্তাকে পেয়েছেন। ক্ষতিগ্রস্তরা সৃষ্টিকর্তার হাতের দেখা পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে- হাতের মতোই দেখতে বস্তুটি আসলে অন্য কিছু। কেরালার মুন্নার হচ্ছে পাহাড়ি এলাকা। মানুষ এখানে ছুটে আসে প্রাকৃতিক রূপের জন্য। তবে সেই সৌন্দর্য বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেখানেই জেগে উঠেছে অলৌকিক হাত। আর সেই অলৌকিক হাত দেখতে মানুষ আসে এখন। জানা যায়, মুন্নারের ওপর দিয়ে বয়ে গেছে মুথিরাফুজা নদী। সেই নদীতেই অলৌকিক হাতটি দেখতে পেয়েছেন তারা। সত্যিই কি তাই? আসলে একটি পাথর এমনভাবে ক্ষয় হয়েছে যে, সেটি দেখতে মানুষের হাতের মতোই। তাতে রয়েছে পাঁচটি আঙুলও। আর বন্যার পানি সরতেই সেই পাথরের হাত জেগে উঠেছে। ফলে সবার নজর এখন সেই হাতের দিকে।  স্থানীয়রা মনে করছেন, এর পেছনে ভগবানের অ...

ইউক্রেনে নিহত বিদ্রোহী নেতার শেষকৃত্যে লাখো মানুষের অংশগ্রহণ

Image
ইউক্রেনে বিস্ফোরণে নিহত রুশ-পন্থী বিদ্রোহী নেতা আলেক্সান্ডার জাখারচেঙ্কোর শেষকৃত্যে অংশ নিয়েছে প্রায় এক লাখ মানুষ। রবিবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ডনেতস্ক’এ নিহত নেতার লাশবাহী পতাকায় মোড়ানো কফিন দেখতে, আত্ম-স্বীকৃত ডনেতস্ক পিপল’স রিপাবলিকের এক থিয়েটারে হাজির হয়েছিলেন তারা।     জাখারচেঙ্কো শুক্রবার ডনেতস্কের এক ‘কফি শপে’ বিস্ফোরণের ঘটনায় মারা যান। বিস্ফোরণে তার দেহরক্ষীও প্রাণ হারায়। আহত হয়েছে আরো ১২ জন।    প্রসঙ্গত, জাখারচেঙ্কো ছিলেন ইউক্রেনের চার বছর ধরে চলমান সংঘাতের রুশ-সমর্থিত পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে তিনি আরো দুইবার আহত হয়েছিলেন। ২০১৪ সালে একবার এক গাড়ি বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন।    বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদক জানান, জাখারচেঙ্কোর শেষকৃত্যে ৩০ হাজারের মতো মানুষের সমাগম হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ সে সংখ্যা এক লাখের কাছাকাছি বলে দাবি করেছে।     জাখারচেঙ্কোর শেষকৃত্য উপলক্ষ্যে জনগণের সমাগমের কারণে রবিবার সাময়িকভাবে ডনেতস্ক শহরের কেন্দ্র ঘেরাও করে রাখা হয় ও জনপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া ...