যুক্তরাষ্ট্র ও ভারতের ‘টু প্লাস টু’ সম্মেলনে নিরাপত্তা চুক্তি নিয়ে সংশয়
আগামী ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘টু প্লাস টু’ সম্মেলন হচ্ছে। এই প্রথম দুই দেশের মধ্যে এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে সম্মেলনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহায়তা চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাবশালী ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ‘টু প্লাস টু’ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সম্মেলন উপলক্ষ্যে একদিন আগেই নয়াদিল্লি পৌছাবেন পম্পেও এবং ম্যাটিস। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ‘কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট’ (কমকাসা নামে পরিচিত) হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু ‘টু প্লাস টু’ সম্মেলনে সেই চুক্তি হচ্ছে না বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কাজ চলছে। একটা ঘোষণার আশা করা হচ্ছে। উভয় দেশের আইনজীবীরা খসড়া তৈরি করছে। এক সপ্তাহ আগে সেখানে কিছু সংযোজন করা হয়েছে। আরেক কর্...