হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার মৃত্যু

হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার মৃত্যু
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিরুদ্ধে লড়াইরত আফগান গেরিলা গোষ্ঠী হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। 
আফগান তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ দিন অসুস্থতার পর জালালুদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে।
জালালুদ্দিন হাক্কানি আফগানিস্তানে একজন আলোচিত জঙ্গি নেতা ছিলেন। তালেবান ও আল কায়েদার সাথে তার দহরম-মহরম ছিল। সাম্প্রতিক বছরগুলোতে আফগান ও ন্যাটো বাহিনীর ওপর বহু সুসংগঠিত হামলার পেছনে ছিল হাক্কানি নেটওয়ার্ক।
ধারণা করা হয়, জালালুদ্দিন হাক্কানির ছেলে ২০০১ সাল থেকে হাক্কানি জঙ্গি গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জালালুদ্দিন হাক্কানি ঠিক কোথায়, কখন মারা গেছেন সে বিষয়ে আফগান তালেবানের বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘যৌবনকালে ও স্বাস্থ্য ভালো থাকার সময় তিনি (জালালুদ্দিন হাক্কানি) আল্লাহর ধর্মের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন। গত কয়েক বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।’
উল্লেখ্য, জালালুদ্দিন হাক্কানির মৃত্যু নিয়ে এর আগে বহু গুজব ছড়ায়। ২০১৫ সালে এক আফগান তালেবান নেতা দাবি করেন যে, জালালুদ্দিন কমপক্ষে এক বছর আগে মারা গেছেন। তবে তার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা