Posts

পাকিস্তানে ভোটকেন্দ্রে নারীদের বিপুল উপস্থিতি

Image
পাকিস্তানে সাধারণ নির্বাচনে আজ বুধবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে নারীদের বিপুল উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। নিরাপত্তা বজায় রাখতে ব্যাপক সংখ্যক সৈন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।  প্রচার শুরুর পর থেকে পাকিস্তানে এই নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। দেশটির কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ অভিযোগ করেছে,সেনাবাহিনী তাদের প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে  পৃষ্ঠপোষকতা দিচ্ছে। পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে মোট চারবার সেনাবাহিনী ক্ষমতায় এসেছে। কোনো বেসামরিক সরকারই সঙ্কট এড়িয়ে ঠিকঠাকভাবে নিজেদের মেয়াদ পূর্ণ করতে পারেনি।   বিডি প্রতিদিন/ফারজানা

কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার ২ জঙ্গি নিহত

Image
ভারতের কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার ২জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। খবর এনডিটিভি। পুলিশ জানায়, আজ সকালে পুলিশের একটি দল এবং সেনাসদস্য মিলে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ শহরে লাল চৌক এলাকায় অবস্থানরত লস্কর-ই-তৈয়বার  জঙ্গির একটি বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে শুধু দুইজন জঙ্গি অবস্থান ছিলো।    অভিযানে অংশ নেওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিলো। বাড়িটি ছিলো অনেক ঘনবসতিপূর্ণ এলাকায়। অনন্তনাগ শহরে ১২ বছর পর এরকম একটা অভিযান  হলো। অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে পুলিশ ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে। বিলাল আহমেদ(২৬) দ্বাদশ শ্রেণী পাশ করে ২০১৭ সালে জঙ্গিতে যোগদান করে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি বলে জানায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে। ইত্তেফাক/এসআর/নূহু

সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরায়েল

Image
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসরায়েল। আকাশসীমা লঙ্ঘন করায় সুখোই মডেলের ওই বিমানকে দু’টি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিধ্বস্ত করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইট বার্তায় এই দাবি করেছে। বিবিসির খবরে বলা হয়, ইসরাইল দখলকৃত গোলান মালভূমিতে এই ভূপাতিত করার ঘটনা ঘটেছে। তবে বিমানের পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। সিরীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার আকাশসীমায় দেশটির একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে আঘাত হেনেছে কি-না সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি এই সংবাদসংস্থা। সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে সানা বলছে, দেশটির দক্ষিণাঞ্চলের ইয়ারমুক উপত্যকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলো ওই যুদ্ধবিমান। দেশীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সিরিয়া সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে থাকে। ইসরাইলের হারেৎস পত্রিকা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ইসরাইলের বাসিন্দারা বিমান টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেছে। পাশাপাশি বিস্ফোরণের আওয়াজও শুনেছে।  বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়া ...

জীবনের ঝুঁকি নিয়ে দড়ি টেনে নদী পরাপার

Image
এবারের বর্ষা মৌসুমের শুরুতেই নদী, নালা, খাল, বিল, জলাশয়গুলো পানিতে ভরপুর হতে শুরু করেছে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মরা নদীগুলোও যেন পানিতে ভরে গেছে। এই ভরা বর্ষায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মানুষ জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে বিভিন্ন খেয়াঘাটে দড়ি টেনে নদী পারাপার হচ্ছেন। পৌর সদরের গুরুদাসপুর বাজার খেয়াঘাটসহ উপজেলার মোল্লা বাজার সংলগ্ন নন্দকুঁজা নদীতে স্ব-উদ্যোগে দড়ি টানাটানি করে নৌকায় নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী। এসব খেয়াঘাটে নৌকা থাকলেও নেই মাঝি। খেয়ার নৌকা দুইপারে আনা-নেয়ার জন্য টানিয়ে দেয়া হয়েছে নাইলনের দড়ি। ব্রীজের অভাবে দীর্ঘদিন যাবৎ যাত্রীরা সেই দড়ি টেনে নদী পারাপারে প্রায় সাত বছর কাটিয়ে ফেলেছেন। এমন দুর্ভোগ পোহাচ্ছেন দশ গ্রামের হাজারও মেহনতি মানুষ। আবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট হাট সংলগ্ন ঘাটে সাধারণ মানুষ দড়ি টেনে খেয়া নৌকায় নদী পারাপার হচ্ছে। অথচ যাত্রী পারাপারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ১২ হাজার টাকা বছর চুক্তিতে ইজারা নেয়া হয়েছে ওই খেয়াঘাট। মো.আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি ঘাটটি ইজারা নিয়েছেন বলে জানা যায়। যোগাযোগ করলে নৌকার মাঝি আসাদুল ইসলাম জানান, নদীটির ...

রোদে পুড়ছে ইউরোপ

Image
দুই সপ্তাহ যাবৎ ইউরোপজুড়ে প্রচণ্ড গরমের পর এই সপ্তাহে তাপমাত্রা আরও বেড়েছে। প্রথমে সুইডেন পরে গ্রিসের বনভূমিতে দাবানলের পর জার্মানির বনভূমিজুড়ে আগুন লাগার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুইডেনের বনভূমিতে আগুন লাগলেও কোনো প্রাণহানি ঘটেনি। তবে সোমবার গ্রিসের রাজধানী এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে মাতি অবকাশ যাপন কেন্দ্রে আগুন লেগে প্রায় ৫০ জন মারা গেছেন। প্রচণ্ড তাপমাত্রার কারণে মাতি অবকাশ যাপন কেন্দ্রে ও কিনেতার বনভূমিতে আগুন লেগে যায়। সোমবারের এই ঘটনার পর ইউরোপের দেশগুলো দাবানলজনিত দুর্ঘটনা রুখতে নানা রকম ব্যবস্থা নিচ্ছে এবং নানা রকম সতর্কমূলক নির্দেশনা দিচ্ছে। উত্তর ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণের দেশগুলোর সবখানে এখন তাপমাত্রা ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোয় মঙ্গলবার ছিল রেকর্ড পরিমাণ তাপমাত্রা (৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস)। জার্মানির প্রকৃতি ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় বনভূমিগুলোয় আগুন লাগার বিষয়ে আগাম সতর্কতা হিসেবে বনভূমিগুলোর ওপর হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। বিভিন্ন শহর কর্তৃপক্ষ বনভূমির পাশে বা খোলা মাঠে ব...

পরীক্ষামূলক ৫-জি চালু হচ্ছে কাল : জয়

Image
থ্রিজির ফোরজির পথ ধরেই দেশে চালু হতে যাচ্ছে ফাইভ জি। দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে এ তথ্য জানিয়েছেন।   নিজের ভেরিফায়েড পেজে সজীব ওয়াজেদ লিখেন, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।     জয় লিখেছেন, ‘আগামীকাল (বুধবার) সকালে আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’   ইত্তেফাক/রেজা

ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানি না : যুক্তরাষ্ট্রকে তুরস্ক

Image
তুরস্ক ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।  তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায্য। কাজেই তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। গত সপ্তাহে মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করেছেন। ওই প্রতিনিধি দলকে মঙ্গলবার তুরস্কের এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে।    চাভুসওগ্লু বলেন, আমরা বলেছি তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। আমরা উপযুক্ত শর্তে ইরানের কাছ থেকে তেল কিনে থাকি। এর বাইরে অন্য কি অপশন রয়েছে? আমরা বলেছি মার্কিন নিষেধাজ্ঞাকে আমরা ন্যায্য বলে মনে করি না। গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। ট্রাম্প তার হুমকি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/আরাফাত