ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানি না : যুক্তরাষ্ট্রকে তুরস্ক

ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানি না : যুক্তরাষ্ট্রকে তুরস্ক
তুরস্ক ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। 
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায্য। কাজেই তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। গত সপ্তাহে মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল তুরস্ক সফর করেছেন। ওই প্রতিনিধি দলকে মঙ্গলবার তুরস্কের এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে।   
চাভুসওগ্লু বলেন, আমরা বলেছি তুরস্ক নিষেধাজ্ঞা মানবে না। আমরা উপযুক্ত শর্তে ইরানের কাছ থেকে তেল কিনে থাকি। এর বাইরে অন্য কি অপশন রয়েছে? আমরা বলেছি মার্কিন নিষেধাজ্ঞাকে আমরা ন্যায্য বলে মনে করি না।
গত ৮ মে পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। ট্রাম্প তার হুমকি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা