কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার ২ জঙ্গি নিহত
ভারতের কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার ২জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, আজ সকালে পুলিশের একটি দল এবং সেনাসদস্য মিলে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ শহরে লাল চৌক এলাকায় অবস্থানরত লস্কর-ই-তৈয়বার জঙ্গির একটি বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে শুধু দুইজন জঙ্গি অবস্থান ছিলো।
অভিযানে অংশ নেওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিলো। বাড়িটি ছিলো অনেক ঘনবসতিপূর্ণ এলাকায়। অনন্তনাগ শহরে ১২ বছর পর এরকম একটা অভিযান হলো। অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে পুলিশ ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে। বিলাল আহমেদ(২৬) দ্বাদশ শ্রেণী পাশ করে ২০১৭ সালে জঙ্গিতে যোগদান করে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি বলে জানায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে।
ইত্তেফাক/এসআর/নূহু
Comments