সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরায়েল

সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো ইসরায়েল
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসরায়েল। আকাশসীমা লঙ্ঘন করায় সুখোই মডেলের ওই বিমানকে দু’টি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিধ্বস্ত করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইট বার্তায় এই দাবি করেছে।
বিবিসির খবরে বলা হয়, ইসরাইল দখলকৃত গোলান মালভূমিতে এই ভূপাতিত করার ঘটনা ঘটেছে। তবে বিমানের পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।
সিরীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার আকাশসীমায় দেশটির একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে আঘাত হেনেছে কি-না সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি এই সংবাদসংস্থা।
সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে সানা বলছে, দেশটির দক্ষিণাঞ্চলের ইয়ারমুক উপত্যকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলো ওই যুদ্ধবিমান। দেশীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সিরিয়া সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে থাকে।
ইসরাইলের হারেৎস পত্রিকা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় ইসরাইলের বাসিন্দারা বিমান টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেছে। পাশাপাশি বিস্ফোরণের আওয়াজও শুনেছে। 
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়া ও ইসরাইল-অধিকৃত সিরিয়ান গোলান উপত্যকার মাঝামাঝি স্থানে ধোয়ার ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। 
এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণ লড়াই বৃদ্ধির প্রেক্ষিতে তারা সতর্কাবস্থায় আছে। 
বিবৃতিতে বলা হয়, ‘ওই আধুনিক যুদ্ধবিমানকে আগে থেকেই নজরে রাখছিল আইডিএফ। ইসরাইলি আকাশসীমার ২১ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে এই বিমান। পরবর্তীতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে এতে আঘাত হানা হয়।’
ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানটি গোলান উপত্যকার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ভূপাতিত হয়েছে এমন সম্ভাবনাই বেশি। 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা